কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ফেব্রুয়ারি ২০২৩

398
0
daily current affairs
Courtesy: The Economic Times

আন্তর্জাতিক
  • প্রায় এক বছর ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। কিন্তু এখনও হামলার বিরাম নেই। এদিন কৃষ্ণসাগরে মোতায়েন একটা যুদ্ধজাহাজ থেকে পরপর ইউক্রেন অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া। মোট ৩২টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ ইউক্রেনকে আরও সামরিক সাহায্য পাঠাবে বলে ঘোষণার পর ধার বেড়েছে রুশ আক্রমণের।
  • উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের দ্বিতীয় কন্যার নাম জু এ । এই নাম যেন অন্য কোনও শিশুর ক্ষেত্রে না রাখা হয়, তা নিশ্চিত করা হয়েছে সেদেশে। এমনকী যাদের সম নাম ছিল , তাদের সেই নাম বদল করতে জোর করা হয়েছে বলে দাবি করল দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা। জু এ-র বয়স দশ বছর।
  • তুরস্কে ও সিরিয়ায় ভূকম্পনের ফলে মোট প্রাণহানির সংখ্যা ৪২ হাজার পেরিয়ে গেল।এর মধ্যে তুরস্কেই ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভূকম্প বিধ্বস্ত তুরস্কের কাহরামানমারাস শহরে ধ্বংসস্তূপের নীচ থেকে ঘটনার ২৪৮ ঘণ্টা পর এদিন জীবিত অবস্থায় উদ্ধার করা হল এক জন কিশোরীকে । তাই নাম অ্যালেইনা ওলমেজ।
  • পাকিস্তানে পেট্রোলের দাম বেড়ে হল ২৭২ টাকা প্রতি লিটার। কেরোসিনের দাম ২০৩ টাকা প্রতি লিটার।
জাতীয়
  • ত্রিপুরায় ৬০ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৯২ শতাংশ।
  • দেশের বিভিন্ন অভয়ারণ্যে অন্তত ১২৫টি গন্ডার চোরাশিকার করেছে সে। লেকেন বসুমাতারি নামের ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের অরণ্য দপ্তর। জলদাপাড়া অভয়ারণ্যে ২০১৪ সালে একটি গন্ডার চোরাশিকার হওয়ার পর ২৩ মাস ১৬দিন ধরে তার ওপর নজরদারি চালিয়েছিল অরণ্য দপ্তর।
খেলা
  • বাংলা ফুটবলের অন্যতম মুখ্য চরিত্র তুলসীদাস বলরাম প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক ফুটবলে অংশ গ্রহণকারী দলের শেষ জীবিত সদস্য ছিলেন বলরাম। ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৫৯ সালের এশিয়া কাপ, ১৯৫৮ সালের টোকিও এশিয়ান গেমস, ১৯৬০ সালে রোম অলিম্পিক ও ১৯৫৯,১৯৬১ সালে মারডেকা কাপ, ১৯৫৯ সালের প্রিঅলিম্পিক ফুটবলে অংশ গ্রহণকারী ভারতের জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন বলরাম। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলের পিকে , চুনী, বলরাম- এই ত্রয়ী যুগেরও অবসান হল। ভারতীয় ফুটবল ইতিহাসের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ছিলেন তুলসীদাস বলরাম ।  ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবে ৬ বছর খেলার পর ১৯৬১ সালে অধিনায়কও হয়েছিলেন। ১৯৬২ সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়াও বহু সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। একবার হায়দরাবাদের হয়ে ও দুবার বাংলার হয়ে তিনি সন্তোষ ট্রফি জিতেছিলেন।
  • কলকাতার ইডেন গার্ডেনসে রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্র দলের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে করল ১৭৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ২ উইকেট হারিয়ে করল ৮২ রান।

 

বিবিধ
  • আরও একজন ভারতীয় বংশোদ্ভূত তথ্যপ্রযুক্তির অগ্রণী বহুজাতিক সংস্থার শীর্ষ পদে বসলেন। ইউটিউবের নতুন সিইও পদে এদিনই ঘোষিত হল নীল মোহন – এর নিয়োগের খবর। তিনি সুজান ওজিস্কির স্থলাভিষিক্ত হলেন।

১৫ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন