কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ফেব্রুয়ারি ২০২৩

schedule
2023-02-18 | 08:42h
update
2023-02-18 | 08:42h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: MSN

আন্তর্জাতিক
  • অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই মর্মে মার্কিন কংগ্রেসের সেনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। একইসঙ্গে ভারতের এই অংশে চিনের নিয়মিত উস্কানিমূলক কর্মসূচীর কড়া সমালোচনা করা হয়েছে।
  • রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের অন্যতম ফাইন্যান্স ডিরেক্টর মারিনা ইয়ানকিনার রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে জানা গেছে। সেন্ট পিটার্সবার্গের একটি বহুতলের নীচে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। গত এক বছরে যুদ্ধের সঙ্গে যুক্ত মোট ২৩ জন প্রভাবশালী ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে রাশিয়ায়।
জাতীয়
  • শিবসেনা নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন বাল থ‍্যাকারে । তাঁর মৃত্যুর পর কে প্রকৃত শিবসেনা, তা নিয়ে লড়াইয়ের অবশেষে সমাধান হল। শিবসেনার নাম এবং প্রতীক (তিরধনুক) কারা ব্যবহার করতে পারবে, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই টানাপড়েন চলছিল ভেঙে যাওয়া দলটির দুই অংশের মধ্যে। একদিকে বাল থ‍্যাকারের পুত্র উদ্ধব এবং অন্যদিকে বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। সিদ্ধান্ত ছিল নির্বাচন কমিশনের হাতে।এই সিদ্ধান্ত নেওয়ার ভার যাতে নির্বাচন কমিশনের হাতে না যায়, সে জন্য সুপ্রিম কোর্টেও আবেদন করেছিলেন উদ্ধব থ‍্যাকারে। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়।তখনই ‘আসল শিবসেনা’ বাছার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেয় কমিশনকে। এদিন নির্বাচন কমিশন সেই একনাথ শিণ্ডের নেতৃত্বে শিবসেনার বিদ্রোহী অংশকেই ওই প্রতীক এবং নাম ব্যবহার করার অনুমতি দিল। নির্বাচন কমিশন জানিয়ে দিল, শিবসেনার প্রতীক এবং নাম ব্যবহার করতে পারবেন না উদ্ধব ঠাকরে বা তাঁর নেতৃত্বাধীন দলটি।
  • কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড’ (‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস’ বা সিবিডিটি) এদিন বিবৃতি জারি করে জানালো, দিল্লি ও মুম্বইয়ে বিবিসি-র (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) দপ্তরে আয় সংক্রান্ত কিছু অনিয়ম চিহ্নিত  হয়েছে। বিবিসি-এর দিল্লি এবং মুম্বইয়ের দপ্তরে একটানা ৬০ ঘণ্টা ধরে সমীক্ষা চালানোর পর এদিনই তারা বিষয়টি নিয়ে জানালো যে, ব্রিটেনের সংবাদ সংস্থাটির কর দেওয়ার নথিপত্রে কিছু অসঙ্গতি ধরা পড়েছে।
  • দিল্লির এমসিডিতে মেয়র নির্বাচন নিয়ে বিতর্কের এবার অবসান হল বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাতে জয় লাভ করল আম আদমি পার্টি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লির এমসিডিতে ১০ জন অল্ডারম্যান নিয়োগ করে মেয়র নির্বাচনে তাঁদের ভোটাধিকার দিয়েছিলেন। সেই সিদ্ধান্তকেই শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিল আম আদমি পার্টি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, মনোনীত সদস্যদের ভোটাধিকার থাকা উচিত নয়।
Advertisement

খেলা 
  • দিল্লিতে শুরু হল ভারত- অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ২৬৩ রানে। এর জবাবে ভারত বিনা উইকেটে ২১ রান করেছে।রবিচন্দ্রন অশ্বিন এদিন ৫৭ রান দিয়ে ৩ উইকেট নিলেন। সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে বর্ডার- গাভাসকর সিরিজে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এত দিন ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব ছিল একমাত্র অনিল কুম্বলের। দিল্লিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে আউট করে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে শততম শিকার করলেন তিনি। এদিন অশ্বিন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে যখন আউট করলেন তখনও তিনি কোনও রান করেননি। এই নিয়ে টেস্ট ক্রিকেটে অশ্বিন দ্বিতীয় বার শূন্য রানে স্টিভ স্মিথকে আউট করলেন । ২০২০ সালে মেলবোর্ন টেস্টে স্মিথ প্রথমবারের মতো তাঁর বলে শূন্য রানে আউট হয়েছিলেন।  ভারতের রবীন্দ্র জাদেজা এদিন টেস্ট ক্রিকেটে ২৫০০ রান এবং ২৫০ উইকেট নেওয়ার মাইল ফলক স্পর্শ করলেন। মাত্র ৬২ টেস্ট খেলে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে  এই কীর্তি স্থাপন করলেন বাঁহাতি অলরাউন্ডার জাদেজা। এক্ষেত্রে সব থেকে কম , ৫৫তম টেস্ট খেলে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বথাম।
  • ইডেনে রঞ্জি ট্রফির ফাইনালে ক্রমশ জাঁকিয়ে বসছে সৌরাষ্ট্র। দ্বিতীয় দিনের শেষে তাদের রান ৫ উইকেট হারিয়ে ৩১৭। প্রথম ইনিংসে এখনই তারা বাংলার থেকে ১৪৩ রানে এগিয়ে আছে।
  • ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার নির্বাচক কমিটির প্রধান পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। বিসিসিআই সচিব জয় শাহকে তিনি ইস্তফাপত্র দিয়েছেন বলে জানা গেছে। তিনি ইস্তফা দেওয়ার পর নির্বাচক কমিটিতে চার জন নির্বাচক রয়েছেন, যথা সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা, এস শরথ এবং শিবসুন্দর দাস।
  • প্রথম কৃষাঙ্গ ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন টেম্বা বাভুমা।
বিবিধ
  • দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলু। আগ্রা ঘরানার এই শিল্পীর বয়স হয়েছিল ৯৩। তাঁর জন্ম হয়েছিল আলমোড়ায়। চাকরির সূত্রে কলকাতায় আসেন। তারপর এই শহরেই থেকে যান। পদ্মশ্রী পুরস্কার, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ছাড়াও বহু সম্মানে ভূষিত হয়েছেন পণ্ডিত কিচলু। সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি তৈরিতে তাঁর বিশেষ অবদান রয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2024 - 08:05:10
Privacy-Data & cookie usage: