কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ফেব্রুয়ারি ২০২৩

358
0
daily current affairs
Courtesy: Times Now

আন্তর্জাতিক
  • ভূমিকম্প এমনিতেই ভেঙে দিয়েছে সিরিয়ার মেরুদন্ড। তার মধ্যেই সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটল সিরিয়ায়। হোমস প্রদেশে এই সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছে।
  • ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ত্রাণ পাঠিয়েছে পৃথিবীর বহু দেশ। সেই তালিকায় নাম তুলতে গিয়ে নিজেদেরকে হাসির খোরাক করে তুলল পাকিস্তান। গত বছর ভয়াবহ বন্যার সময় পাকিস্তানকে তুরস্ক যে ত্রাণ পাঠিয়েছিল সেই অব্যবহৃত প্যাকেটগুলিই তারা সহযোগিতার নামে তুরস্কে ফেরত পাঠাল। প্যাকেটের গায়ের লেখা থেকেই এই তথ্য সামনে এসেছে।
জাতীয়
  • বায়ুসেনার বিশেষ বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসে পৌঁছল ১২টি আফ্রিকান চিতা। তার মধ্যে ৭টি পুরুষ, ৫টি মেয়ে। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের আলাদা ঘেরাটোপে এদিনই তাদের ছাড়া হল। এগুলি দক্ষিণ আফ্রিকা থেকে বিনামূল্যে উপহার হিসেবে পেয়েছে ভারত, কেবল জঙ্গল থেকে ধরার জন্য ৩ হাজার ডলার করে নেওয়া হয়েছে। এর আগে নামিবিয়া থেকে ৮টি চিতা আনা হয়েছিল। ভারত থেকে ১৯৫২ সালে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
  • ভারতীয় রেলওয়ে ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে দেশে পার্সেল ট্রেন চালু হয়েছে। এদিন কলকাতায় প্রথমবারের জন্য পৌঁছল গতিশক্তি কার্গো এক্সপ্রেস।
  • ২০২১ সালের ১৮ মার্চ হরিয়ানার বল্লভগড় এলাকায় কোমল যাদব নামে এক তরুণীকে সম্মানরক্ষায় খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ওই তরুণীর বাবা ও কাকাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ফরিদাবাদের আদালত। অভিযুক্ত দুজনেই প্রাক্তন পুলিশ কর্মী।
  • পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তরপ্রদেশের ২২টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তল্লাশি চালিয়েছে।
খেলা
  • দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার গাভাসকর সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে করল ২৬২ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ২৬৩ রান। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে করল ৬১ রান।
  • কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম ইনিংসে সৌরাষ্ট্র করল ৪০৪ রান। বাংলা প্রথম ইনিংসে করেছিল ১৭৪ রান। এদিন, তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলা তুলল ৪ উইকেটে ১৬৯ রান। বাংলা এখনও তাদের থেকে ৬১ রানে পিছিয়ে রয়েছে।
  • মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে গেল ভারত। এই বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম দু’ম্যাচে অবশ্য দাপটের সঙ্গে জয় পেয়েছে। এদিন ভারতের রেণুকা সিং ১৫ রান দিয়ে  ৫ উইকেট পেয়েছেন।
  • সন্তোষ ট্রফির ম্যাচে রেল ওয়েজের কাছে ০-১ গোলে হেরে গেল বাংলা। প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হল বাংলার।
  • আইএসএল-এর নকআউট পর্বে পৌঁছল মোহনবাগান। এদিন তারা কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে দিল। জোড়া গোল করলেন কার্ল ম্যাকহিউ।
 বিবিধ
  • মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হিন্দি চলচ্চিত্রের অভিনেতা শাহনাওয়াজ প্রধান। মুম্বইতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।মুম্বইয়ের ‘খুদা হাফিজ’, ‘রইস’, ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’, ‘ফ্যান্টম’ প্রভৃতি বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে পুলিসের ভূমিকায় তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল।
  • বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেন জার্মানির মিউনিখ, ফ্রাঙ্কফুর্টসহ সাতটি বিমানবন্দরের কর্মীরা। এর জেরে ২৩০০ এরও বেশি উড়ান বাতিল করা হল।

১৭ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন