আন্তর্জাতিক
- পাকিস্তান কার্যত দেউলিয়া বলে দাবি করলেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাঁর বক্তব্য, সেদেশে যে পরিমাণ বিদেশি মুদ্রা মজুত আছে তাতে বড়জোর এক পক্ষকাল আমদানির কাজ চালানো যাবে।
- ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইজরায়েল। প্রাণ গেল অন্তত ১৫ জনের। একমাস আগেও তারা সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। ভূমিকম্পের পর এই প্রথম হামলা চালানো হল ইজরায়েলের তরফে।
- পুনরায় উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তেজনা তৈরি হল। এদিন হোয়াসং-১৫ ক্ষোপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে পিয়ংইয়ং বিমানবন্দর থেকে।দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার ছোড়া এই ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে জাপান সাগরে। অন্য দিকে জাপানের দাবি, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ আর্থিক অঞ্চল ছুঁয়ে সমুদ্রে পড়েছে।
জাতীয়
- ১৯৬৩ সালে পূর্ণ রাজ্যের স্বীকৃতি পেয়েছে নাগাল্যান্ড। বিধানসভা নির্বাচন হয়েছে ১৩ বার।কিন্তু একবারও কোনও মহিলা বিধায়ক পায়নি এই রাজ্য। এখনও পর্যন্ত ২০ জন মহিলা প্রার্থী হয়েছেন নাগাল্যান্ডে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই চিত্র বদলায় কীনা সেটাই দেখার।
- মধ্যপ্রদেশের খোরগনে জেলার মানোয়ার এলাকায় একটি শিব মন্দিরে দলিতদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা সংঘর্ষের রূপ নেয়। তাতে জখম হয়েছেন ১৪ জন।
খেলা
- নাগপুরের পর দিল্লি টেস্টও আড়াই দিনের মধ্যে জিতে নিল ভারত। এই জয় এল ৬ উইকেটে। বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এদিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ১১৩ রানে শেষ হয়। এর পর জয়ের জন্য ভারতের দরকার ছিল ১১৫ রান। ৪ উইকেট হারিয়ে সেই রান তুলল ভারত। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। নিজের ১০০তম টেস্টে চেতেশ্বর পূজারা শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৩১ রান করে।দিল্লিতে ঘরের মাঠে একটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এই টেস্টে দুই ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৪৪ ও ২০ রান। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান সম্পূর্ণ হল তাঁর। তাও আবার সবথেকে কম ম্যাচ খেলে। টেস্ট, এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি -এই তিন রকম মিলিয়ে ৪৯২টি ম্যাচে ২৫,০১২ রান করেছেন বিরাট। তার মধ্যে ১০৬ টেস্টে ৮১৯৫ রান, ২৭১ এক দিনের ম্যাচে ১২,৮০৯ রান ও ১১৫ টি-টোয়েন্টি ম্যাচে ৪০০৮ রান করেছেন বিরাট। এক্ষেত্রে তাঁর স্থান ষষ্ঠ। সবচেয়ে বেশি রান করেছেন শচীন তেন্ডুলকর। ৬৬৪টি ম্যাচে ৩৪,৩৫৭ রান করেছেন তিনি। বিরাটের আগে শচীন ছাড়াও কুমার কুমার সঙ্গকারা , রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনে ও জাক কালিস রয়েছেন।
- আইএসএল -এর ম্যাচে লিগ টেবিলের শীর্ষ স্থানে থাকা মুম্বই এফসি দলকে ১-০ গোলে হারিয়ে দিল টেবিলের নবম স্থানে থাকা দল ইস্টবেঙ্গল।
- ইডেন গার্ডেনসে ঘরের মাঠে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে রনজি ট্রফি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।গত বছরও ফাইনালে বাংলাকে হারিয়েই তারা রঞ্জি জিতেছিল।
বিবিধ
- ভারতে ইউনিসেফের শুভেচ্ছা দূত নির্বাচিত হলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ইউনিসেফের চিলড্রেন্স’ রাইটস বিভাগের হয়ে প্রচারে দেখা যাবে এই জাতীয় পুরস্কারজয়ী অভিনেতাকে। বছর দুয়েক ধরে সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে ইউনিসেফের হয়ে শিশুকল্যানে কাজ করেছেন আয়ুষ্মান। এবার তাঁকে। ন্যাশনাল অ্যাম্বাসাডর-এর সম্মান দেওয়া হল।