কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ফেব্রুয়ারি ২০২৩

634
0
daily current affairs

আন্তর্জাতিক
  • কোনও আগাম ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে গেলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এদিনই ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক হয় তাঁর। এরপরেই রুশ সেনার হামলা ঠেকাতে ইউক্রেনকে ৫০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪,১৩৩ কোটি টাকা, সামরিক সাহায্য দেওয়ার ঘোষণা করলেন  তিনি। অন্য দিকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূতি হতে চলেছে ২৪ ফেব্রুয়ারি। এই যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে মস্কো। চিনের বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চলতি সপ্তাহেই রাশিয়া সফরে যাচ্ছেন।
  • তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মোট প্রাণহানির সংখ্যা ৪৭ হাজার পেরিয়ে গেল। ৬ ফেব্রুয়ারি ওই ভূমিকম্প হয়েছিল। এদিন পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে তুরস্ক ও সিরিয়ার সীমান্তে। রিখটার স্কেল অনুযায়ী ওই কম্পনের তীব্রতা ছিল ৬.৪ । তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ করার কাজ সেরে ভারতীয় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এদিন দেশে ফিরলেন।
জাতীয়
  • ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেসের এস ৬ কামরায় অগ্নিকাণ্ডে ৫৯ জন প্রাণ হারান। এই ঘটনায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দিয়েছিল নিম্ন আদালত। গুজরাট হাইকোর্ট তাদের শাস্তি বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সুপ্রিম কোর্টে তাদের সকলের মৃত্যুদন্ড দেওয়ার দাবি জানালো গুজরাট সরকার। প্রসঙ্গত , বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্ত ১১ জনকে মেয়াদ শেষের আগেই গত ১৫ আগস্ট মুক্তি দিয়েছিল গুজরাট সরকার।
  • ছবি তোলার অনুরোধ রাখেননি বলে এক যুবকের হাতে আক্রান্ত হলেন সোনু নিগম। এদিন মুম্বইয়ের চেম্বুর এলাকায় একটি অনুষ্ঠানে গিয়ে তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এই ঘটনার তাঁর এক বন্ধু ও দেহরক্ষীও  আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক শিবসেনা বিধায়কের পুত্রের দিকে।
  • রাজ্যভাগের বিভিন্ন উদ্যোগের বিরোধিতা করে বাংলাকে অখন্ড রাখার প্রস্তাব পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়।

 

খেলা
  • মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছল ভারত। এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস প্রক্রিয়ায় পাঁচ রানে হারাল ভারত। এদিন একজোড়া রেকর্ড গড়ে ফেললেন ভারতের হরমনপ্রীত কৌর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। পুরুষ এবং মহিলা সব ধরনের ক্রিকেটারদের মধ্যে  হরমনপ্রীতই প্রথম ১৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। এক্ষেত্রে মহিলাদের মধ্যে টি-টোয়েন্টিতে ১৪৩টি ম্যাচ খেলে সুজি বেটস দ্বিতীয় স্থানে ও ১৪১টি ম্যাচ খেলে ড্যানি ওয়াট তৃতীয় স্থানে রয়েছেন । পুরুষ ক্রিকেটারদের মধ্যে সবার আগে নাম রয়েছে ভারতের রোহিত শর্মার। তিনি সর্বোচ্চ , ১৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। একইদিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রানও করে ফেললেন হরমনপ্রীত কৌর। মেয়েদের মধ্যে হরমন ছাড়া সুজি বেটস এবং  মেগ ল্যানিংয়ের এই কৃতিত্ব রয়েছে। পুরুষদের মধ্যে রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে রান ৩০০০-এর বেশি।
  • দিল্লি টেস্ট জিতে নতুন একটি রেকর্ড গড়লেন ভারতের রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে প্রথম চারটি টেস্ট ম্যাচেই জয় পেলেন তিনি। টেস্ট ক্রিকেটের  ইতিহাসে রোহিত হলেন তৃতীয় অধিনায়ক, যিনি এই কীর্তি গড়লেন। ভারতের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও নেতৃত্ব পাওয়ার পর প্রথম চারটি টেস্টেই জয় পেয়েছিলেন। এবার নাগপুরে ভারত প্রথম টেস্টে ইনিংস এবং ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারানোর পর দিল্লিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে তাদের হারিয়েছে।
  • সন্তোষ ট্রফির ম্যাচে মেঘালয়ের কাছে ১-২ গোলে হেরে গেল বাংলা। এবার এই প্রতিযোগিতার মূলপর্বে একটি ম্যাচও জেতেনি বাংলা। যোগ্যতা অর্জন করার পর্বে টানা ৫টি ম্যাচ জিতেছিল বাংলা। এবার সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠেছে সার্ভিসেস, মেঘালয়, পাঞ্জাব ও কর্ণাটক। ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল কেরল।
বিবিধ
  • ৭৬ তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস ( বাফাটা ) পুরস্কার প্রদানের অনুষ্ঠানে নতুন রেকর্ড গড়ল জার্মান চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। মোট সাতটি পুরস্কার পেয়েছে ছবিটি। বাফটায় এবারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতলেন অস্টিন বাটলার, কেট ব্ল্যাঞ্চেট শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতলেন।

 

১৯ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন