আন্তর্জাতিক
- প্রায় নীরবে ইউক্রেন সফর সেরে ফিরে গিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন । তারপরই রুশ-মার্কিন পরমাণু চুক্তি স্থগিত রাখার ঘোষণা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের ৯০শতাংশ রয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। ২০১০ সালে বারাক ওবামা ও দিমিত্রি মেডভেদেব ওই চুক্তি করেছিলেন। পুতিন তা বাতিল না করলেও স্থগিত রাখার কথা বলে বিশ্বজুড়ে আতঙ্ক উসকে দিলেন।
- বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক সলমন রুশদিকে যে হত্যার চেষ্টা করেছিল তাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিল ইরান। গত অগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে রুশদিকে খুন করার চেষ্টা করে ছিল হাদি মাতার নাম একজন ২৫ বছর বয়সী যুবক। ৭৫ বছর বয়সী রুশদি এখন জীবন্মৃত। এককালে রুশদিকে হত্যার ফতোয়া জারি করেছিল ইরান। এবার সেই হামলাকারী হাদি মাতারকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আলি হোসেনি খোমেইনির দেশ। ইরানের সরকারি টিভি মঙ্গলবার জানিয়েছে সে দেশের সরকারি সাহায্যপ্রাপ্ত একটি ট্রাস্ট হাদিকে এক হাজার বর্গমিটার কৃষিজমি পুরস্কার দেবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু খোমেইনির নামাঙ্কিত ওই ট্রাস্ট। সেখানকার প্রধান কর্তা মহম্মদ ইসমাইল জারেই হাদি মাতারের হামলাকে “বীরোচিত” বলে মন্তব্য করেছেন।
জাতীয়
- ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে পাঞ্জাবের বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্পে স্বাস্থ্য কেন্দ্র তৈরির কথা থাকলেও তা লঙ্ঘন করে আম আদমি ক্লিনিক তৈরি করা হয়েছে বলে অভিযোগ।
- “আমি মুম্বইয়ের বাসিন্দা। আমরা সকলে দেখেছি মুম্বই হামলার সময় কি ঘটেছে। এই হামলা যারা চালিয়েছে তারা কিন্তু নরওয়ে বা মিশর থেকে আসেনি। আপনাদের দেশেই তারা রয়েছে আর স্বাধীনভাবেই ঘুরছে।” পাকিস্তানে গিয়ে এই ভাষাতেই পাকিস্তানের সমালোচনা করলেন কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। উর্দু কবি ফইজ আহমেদ ফইজের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দিতে লাহোর গিয়েছেন আখতার। সেখানে একটি অনুষ্ঠানে সঞ্চালক আদিল হাশমির প্রশ্নের জবাবে এই কথা বললেন তিনি।
- নির্বাচন কমিশনের নির্দেশের পর মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দলই শিবসেনা নাম এবং দলের নির্বাচনী প্রতীক তির-ধনুক ব্যবহারের অধিকার পেয়েছে। একনাথ শিন্ডে আনুষ্ঠানিক ভাবে প্রয়াত বালাসাহেব ঠাকরে প্রতিষ্ঠিত দলের ‘পক্ষ প্রমুখ’পদও পেলেন তিনি। ১৮৬৬ সালে বাল থ্যাকারে প্রতিষ্ঠিত দলের কর্তৃত্ব এই প্রথম থ্যাকারে পরিবারের বাইরে চলে যাচ্ছে।
- প্রতিরক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত বিষয়ে ভারত ও ব্রিটেন হাতে হাত মিলিয়ে কাজ করবে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসের সঙ্গে এদিন ভার্চুয়াল বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানেই প্রতিরক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। বস্তুত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য কমানোর লক্ষ্যে ভারত চায় ব্রিটেনের মতো নৌশক্তিধর দেশকে পাশে টানতে।
খেলা
- ২০০৩ সালে পেশাদার টেনিস জীবন শুরু হয়েছিল সানিয়া মির্জার। দীর্ঘ ২৩ বছরের কেরিয়ার শেষ করবেন দুবাইয়ে, তা আগেই জানিয়েছিলেন তিনি। এদিন দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতার মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে গেল সানিয়া মির্জা এবং ম্যাডিসন কিজের জুটি। তারা ৪-৬, ০-৬ ব্যবধানে হারল ভার্নোকিয়া কুদেরমেতোভা-লিউডমিলা সামসোনোভা জুটির কাছে। এর সঙ্গে সঙ্গে সানিয়ার পেশাদার ক্রীড়া জীবনে ইতি পড়ল।গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলসের রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে রানার্স হয়েছিলেন। সানিয়া তাঁর কেরিয়ারে ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। সিঙ্গলসে তাঁর সর্বোচ্চ রাঙ্কিং ছিল ২৭ ।
- ভারতের প্রথম ফুটবল ক্লাব হিসেবে ক্রীড়া গ্রন্থাগার তৈরি করল মোহনবাগান। এদিনই তার উদ্বোধন হয়েছে।
বিবিধ
- হিন্দি ছবি ‘পাঠান’ ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তি পাওয়ার ২৭ দিনের মাথায় ‘পাঠান’ মোট আয় করেছে ১০০০ কোটি টাকা। ভারতের পঞ্চম ছবি হিসেবে ‘পাঠান’ এই অঙ্ক ছুঁয়েছে। এক্ষেত্রে সবার থেকে আগে আছে ‘দঙ্গল’, যার আয় হয়েছে ১৯১৪ কোটি টাকা। অন্য ছবিগুলো হল ‘বাহুবলী ২’, ‘কেজিএফ ২’, ও ‘বজরঙ্গী ভাইজান’।