কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ফেব্রুয়ারি ২০২৩

300
0
Daily current affairs

আন্তর্জাতিক
  • দীর্ঘদিন শান্ত থাকার পর ফের রক্ত ঝরল ওয়েস্ট ব্যাঙ্কে। এদিন ইজরায়েলি সেনার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হল ওয়েস্ট ব্যাঙ্কের ইজরায়েল অধিকৃত শহর নাবলুস। বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনের এই কাণ্ডে প্রাণহানির সংখ্যা অন্তত ৬ ।
  • অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে ৭০ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় ৫৭০০ কোটি টাকা অর্থ সাহায্য করার ঘোষণা করল চিন।
  • ইউক্রেনে ঝটতি সফর সেরে প্রতিবেশী পোল্যান্ডে পৌঁছলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। সেখানে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-এর রয়্যাল ক্যাসলে পোল্যান্ড ও রোমানিয়ার দুই রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের সামনে তিনি ঘরোয়া আলাপচারিতায় মন্তব্য করলেন, রাশিয়ার পক্ষে ইউক্রেন জয় কার্যত অসম্ভব।
 জাতীয়
  • “বিবিসি একটি নিরপেক্ষ সংবাদ সংস্থা। এবং যেকোনো সংবাদ সংস্থার স্বাধীনতা বজায় করা জরুরি বিষয়।” এই মত প্রকাশ করেছেন ব্রিটিশ সাংসদদের একাংশ। ভারতে বিবিসি’র দিল্লি, মুম্বই দপ্তরে আয়কর তল্লাশি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
  • একনাথ শিন্ডেকে শিবসেনা নাম এবং প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন বালাসাহেব থ্যাকারের পুত্র উদ্ধব । কিন্তু এই মামলায় কোনও স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত।
  • এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এন শুক্লা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতি হীন সম্পত্তির অভিযোগে মামলা করল সিবিআই।
  • দেশে শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর। পুনরায় এই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।
  • দিল্লি পুরসভার মেয়র পদে নির্বাচিত হলেন আম আদমি পার্টির প্রার্থী শেলি ওবেরয়। তিনবার মেয়র নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল হওয়ার পর চতুর্থ বারে তা সম্পন্ন হল।
খেলা
  • কায়রোয় অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপ প্রতিযোগিতায় ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে প্রথম হয়ে সোনার পদক জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ টোমার। এই প্রতিযোগিতায় ৪ সোনাসহ ৬টি পদক জিতে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে ভারত।
বিবিধ
  • রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র সম্বরণ চুক্তি স্থগিত থাকার বিষয়ে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর সমানে ধস নেমে চলেছে মার্কিন শেয়ার বাজারে। প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। এদিন ৯২৭.৭৪ পয়েন্ট পড়ল শেয়ার সূচক সেনসেক্স। ভারতে টানা ৪ দিনে ৬.৯৭ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।