কারেন্ট অ্যাফেয়ার্স ৫ আগস্ট ২০২১

674
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • ইরানের নতুন রাষ্ট্রপতি পদে শপথ নিলেন ইব্রাহিম রাইসি। দশটি দেশের রাষ্ট্রপ্রধান, এগারোটি দেশের বিদেশ মন্ত্রী ও দশটি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  • চিনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানকে ‘হাওউইৎজার ১৬’ নামক স্বয়ংক্রিয় সমরাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব অনুমোদন করল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে লাসা থেকে ভারত সীমান্তের নিনচি পর্যন্ত বুলেট ট্রেন সেনা পরিবহনে কাজে আসবে বলে মন্তব্য করল চিন।
  • করোনা আক্রান্ত লাল তালিকাভুক্ত দেশগুলির তালিকা থেকে ভারতকে হলুদ তালিকায় অন্তর্ভুক্ত করল ব্রিটেন। প্রায় চার মাস ভারত ছিল লাল তালিকায়।
জাতীয়
  • একদিনে ৫০.২৯ লক্ষ মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া হল দেশে।। সেপ্টেম্বর মাসে দিনে এক কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
  • উত্তরাখণ্ডে হরিদ্দারের কাছে রেশনাবাদে একদল মানুষ বিক্ষোভ দেখালেন ভারতের মহিলা খেলোয়াড় বন্দনা কাটারিয়ার বাড়ির বাইরে। তাদের অভিযোগ দলিত বন্দনা জাতীয় দলে ঢুকেছেন বলেই ভারত পরাস্ত হয়েছে। যদিও তথ্য বলছে ভারতের একমাত্র ব্যক্তি বন্দনা যিনি অলিম্পিকে হ্যাটট্রিক করেছেন। ২০১৩  সালে জুনিয়র মহিলা হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন বন্দনা। এই টোকিও অলিম্পিকে ভারতীয় মেয়েরা পদক না পেলেও চতুর্থ স্থান পেয়েছে । ভারতের হকির ইতিহাসে আগে কোনো মহিলা হকি দল এই সাফল্য পায়নি হ।রিদ্বারের বিক্ষোভকারীরা বন্দনাকে শাস্তির হুমকিও দিয়েছে।
বিবিধ
  • ভারতের প্রাণিবিদ্যা সর্বেক্ষণ (জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) এর অধিকর্তা পদে বসবেন বাঙালি বিজ্ঞানী ধৃতি বন্দ্যোপাধ্যায়। সংস্থার ১০৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা এই পদে বসছেন। সংস্থার ইতিহাসে প্রথম মহিলা বিজ্ঞানী হিসেবে  ১৯৪৯ সালে যোগ দিয়েছিলেন মীরা মনসুখানি। ধৃতি যোগ দেন ১৯৯৭ সালে।
খেলা
  • অলিম্পিকে পুরুষদের হকিতে ব্রোঞ্জপদক জিতল ভারত। এদিন জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে দিল গ্রাহাম রীডের প্রশিক্ষণাধীন ভারত। ৪১ বছর পর অলিম্পিক হকিতে কোনো পদক পেল ভারত যা কিনা হকি থেকে ভারতের দ্বাদশ পদক। এদিন জোড়া গোল করলেন সিমরনজিৎ সিং। প্রসঙ্গত, ১৯২৮,১৯৩২,১৯৩৬,১৯৪৮,১৯৫২,১৯৫৬,১৯৬৪ও ১৯৮০ সালের অলিম্পিকে হকিতে ভারত সোনা জিতেছিল। ১৯৬০ সালে রুপো এবং ১৯৬৮,১৯৭২ সালে ব্রোঞ্জ পেয়েছিল। ২০০৮ অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। ২০১৬ সালে পায় অষ্টম স্থান। প্রসঙ্গত ১৫০ কোটি টাকায় ২০১৮ সাল থেকে ভারতীয় হকি দলের স্পন্সর ওড়িশা। ২০২০ টোকিও অলিম্পিকে ৮ ম্যাচে ভারত ৬টিতে জিতেছে। দুটিতে হেরেছে। ২৫টি গোল করেছে।২৩টি হজম করেছে। এদিন ১-৩ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতল। ভারতের এই দলের অধিনায়ক মানপ্রীত সিং। এই জয়ে অসামান্য ভূমিকা নিলেন গোলরক্ষক পারাত্তু রবীন্দ্রণ সৃজেশও।
  • অলিম্পিকে ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে রুপোর পদক জিতলেন রবি কুমার দহিয়া।
  • টেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করল ভারত।
  • লিওনেল মেসি নতুন মরশুমে আর বার্সেলোনায় খেলবেন না বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে।