একটি বছর কেটে গেল। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। রাষ্ট্রসঙ্ঘের অনুমান, এই যুদ্ধের জন্য ঘরছাড়া হতে হয়েছে ১৪ লক্ষ ইউক্রেনবাসীকে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, দুই পক্ষের অন্তত এক লক্ষ করে সেনার মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এদিন যুদ্ধের বর্ষপূর্তির দিনেই ভিডিও মাধ্যমে বৈঠক করলেন জি ৭ গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানে রাশিয়ার বিরুদ্ধে আরো কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার হানাদারী বন্ধ করতে এবং ইউক্রেনের থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করার জন্য একটি প্রস্তাব পাশ হল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়। রাষ্ট্রসঙ্ঘের ১৪১ সদস্য দেশ এই প্রস্তাব সমর্থন করেছে ও ৭ দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। ভারত ভোট দেয়নি। শুধু ভারতই নয়, চিনসহ ৩২টি সদস্য দেশ ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি।
শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়। এদিন সকালে ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় এই কম্পন অনুভূত হয়েছে। জাকার্তার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
জাতীয়
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়া ডায়ালগ পর্বে দেশীয় অর্থনীতিতে টিকাকরণ ও বিবিধ সরকারি প্রকল্পের কার্যকারিতা বিষয়ে বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য। তাঁর দাবি, ভারতে কোভিড টিকাকরণ ৩৪ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে।
আদানি হিনডেনবার্গ বিষয়ে সংবাদ পত্রে কোনও প্রতিবেদন প্রকাশ করা বন্ধের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এল এল শর্মা। করা হয়েছিল জনস্বার্থ মামলা। ওই আবেদন অবশ্য খারিজ হয়ে গেছে সর্বোচ্চ আদালতে।
খেলা
টেস্ট ক্রিকেটে জীবনের প্রথম ৯টি ইনিংসে এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি রান ছিল ভারতের বিনোদ কাম্বলির। তিনি ৭৯৮ রান করেছিলেন। ৩০ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের এই ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে এদিন অপরাজিত ১৮৪ রান করেছেন। টেস্টে প্রথম ৯ ইনিংসে ৮০৭ রান করে নতুন রেকর্ড গড়লেন তিনি।
মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ৬ রানে হারিয়ে দিল ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৬ রানে। গতকালই মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৫ রানে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে।
ম্যানিলায় আয়োজিত কুইন সিরকিট কাপ গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের ১৬ বছর বয়সী কিশোর অবনী প্রশান্ত।এই প্রথম কোনও ভারতীয় এই ট্রফি জিতলেন।
বিবিধ
কলকাতায় ট্রাম চলাচল শুরুর ১৫০ বছর পূর্ণ হল। ট্রামের সার্ধ শততম জন্মদিন পালন করতে মেলবোর্ন থেকে এসেছেন সেখানকার অবসরপ্রাপ্ত ট্রাম কন্ডাক্টর রবার্তো ডি আন্দ্রেই। পরিবেশ বান্ধব এই যান অবশ্য নিজেই এখন অস্তিত্বের সঙ্কটে। কলকাতায় এখন হাতে গোনা কয়েকটি রুটে ট্রাম চলে।
ইতিহাসের বস্তুনিষ্ঠ আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ।তাঁর বক্তব্য, মোগলদের গরিমান্বিত করার দরকার নেই, কালিমালিপ্ত করারও দরকার নেই। মোগলদের সবই যদি খারাপ হয় তাহলে তাজমহল, লাল কেল্লা ভেঙে ফেলা হোক বলে উষ্মা প্রকাশ করলেন তিনি।