কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ফেব্রুয়ারি ২০২৩

352
0
Current Affairs 5th January

আন্তর্জাতিক
  • নেপালের রাজনীতিতে টানাপড়েন অব্যাহত রয়েছে। সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল) সমর্থন ফিরিয়ে নিল জোট সরকার থেকে। এদিনই পুষ্পকুমার দহল ওরফে প্রচন্ড সরকারের থেকে তারা সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে । প্রসঙ্গত, নেপালের ২৭৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টিটিভ-এ  বৃহত্তম দল নেপালি কংগ্রেস। তাদের সদস্য সংখ্যা ৮৯।সেখানে ওলির সিপিএন (ইউএমএল)-এর ৭৯ এবং প্রচণ্ডের সিপিএন (মাওয়িস্ট সেন্টার)-এর ৩২ জন রয়েছেন। তবে আপাতত সরকারের পিছনে যে দলগুলোর সমর্থন রয়েছে তাতে প্রচন্ড সরকারের বিপদের কিছু নেই।
  • বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবু মুসলিম মহম্মদ আলিকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি দশ বছরেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন।
জাতীয়
  • তেলেঙ্গানার একটি মেডিক্যাল কলেজের একজন আদিবাসী ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়ে শেষপর্যন্ত আত্মঘাতী হয়েছেন। কাকাতিয়া মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ওই আদিবাসী ছাত্রীর নাম ডি প্রীতি।
  • রেলে চাকরির দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। তাঁদের বিরুদ্ধে আগেই সিবিআই চার্জশিট পেশ করেছিল। লালুপ্রসাদ প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন (২০০৪-০৯) অর্থ অথবা জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ-ডি’ পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিয়োগ
খেলা 
  • মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার পরই টি টোয়েন্টি বিশ্বের শ্রেষ্ঠ একাদশ বেছে নিল আইসিসি। এই দলে ভারত থেকে একমাত্র নাম উঠেছে বঙ্গতনয়া রিচা ঘোষের। এই বিশ্বকাপে অনবদ্য খেলে ১৩৬ রান করেছেন রিচা। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩০.৭৬ । পাকিস্তানের বিরুদ্ধে ৩১, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অপরাজিত ৪৪ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪৭ করেন তিনি। উইকেট রক্ষক হিসেবে পাঁচটি ক্যাচ এবং দু’টি স্টাম্পও করেন তিনি।
  • অবসর ঘোষণা করলেও দুটি প্রদর্শনী ম্যাচ খেলে টেনিসকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন সানিয়া মির্জা। নিজের শহর হায়দরাবাদেই ওই দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবেন তিনি। প্রথম ম্যাচটিতে একটি দলের নেতৃত্বে থাকবেন রোহন বোপান্না, অন্য দলটির নেতৃত্বে থাকবেন সানিয়া নিজে। দ্বিতীয় ম্যাচটি মিক্সড ডাবলস ম্যাচ। সানিয়া এবং বোপান্না জুটি বেঁধে খেলবেন। উল্টো দিকে থাকবেন ইভান ডডিগ ও বেথানি মাতেক স্যান্ডস।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে কম রানের রেকর্ড গড়ল আইরিশ সাগরের এই দ্বীপরাষ্ট্র আইল অফ ম্যান। স্পেনের বিরুদ্ধে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল তারা। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে এত কম রান এর আগে হয়নি। বিগ ব্যাশে সিডনি থান্ডার করেছিল ১৫ রান। সেটাই এত দিন এক ইনিংসে সর্বনিম্ন রান ছিল। স্পেন মাত্র ২ বল খেলে ম্যাচ জিতে গেল।
  • ফরাসি লিগ ওয়ান প্রতিযোগিতায় পিএসজির হয়ে মার্সেইয়ের বিরুদ্ধে একটি গোল করলেন লিওনেল মেসি। এর ফলে ক্লাব ফুটবলে ৭০০ গোল করার মাইল ফলক স্পর্শ করলেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৯৪৩ ম্যাচে ৭০০ গোল করেছিলেন। লিওনেল মেসি ৮৪০ ম্যাচে ৭০০ গোল করলেন।

বিবিধ 

  • নাম বদল কমিশন গঠন করা হোক এবং বিদেশি শাসকদের নাম রয়েছে এমন সৌধ,উদ্যান, রাস্তা, প্রতিষ্ঠানের নাম বদল করা হোক। এই মর্মে জনৈক অশ্বিনী কুমার উপাধ্যায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই ধরনের উদ্যোগ দেশের শান্তি বিঘ্নিত করতে পারে বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত।

 

২৬ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন