আন্তর্জাতিক
- লন্ডনে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি উরসুলা ফন ডে লেয়েনের সঙ্গে “উইন্ডসর ফ্রেমওয়ার্ক” চুক্তি করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। এর সঙ্গে সঙ্গে বরিস জনসনের আমলে স্বাক্ষরিত নর্দার্ন প্রোটোকল চুক্তি বাতিল হয়ে গেল। এর ফলে ব্রেকসিট উত্তর সময়ে আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য জট খুলতে পারে বলে মনে করা হচ্ছে ।
জাতীয়
- দিল্লির রাজ্য সরকারের ১৮ টি দপ্তরের মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া ইস্তফা দিলেন। এদিন সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন না শুনে হাইকোর্টে আবেদন জানাতে বলেছে তাঁর আইনজীবীকে। এরপরই মনীশ সিসৌদিয়া ইস্তফা দিলেন। তাঁকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই । দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রী , জেলবন্দি সত্যেন্দ্র জৈনও এদিন ইস্তফা দিলেন।
- গত অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে দেশে আর্থিক বৃদ্ধির হার হয়েছে ৪.৪ শতাংশ। এদিকে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৫০ টাকা করে বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।
খেলা
- ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ২০১৯ সালেও তিনি এই পুরস্কার পেয়েছেন। প্যারিসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হল। ২০২২ সালের ফিফা বর্ষসেরা কোচ, গোলরক্ষক ও মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন যথাক্রমে লায়নেল স্কালনি, এমিলিয়ানো মার্টিনেজ ও আলেকশিয়া পুতোয়াস। টানা ১৬ বার ফিফা বর্ষসেরা একাদশে তাঁর নাম উঠল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১৫ বার এই সম্মান পেয়েছেন। এবার ফিফা বর্ষসেরা একাদশে তাঁর নাম নেই।
- ফল অন করে শেষপর্যন্ত ১ রানে টেস্ট জয়। এই কীর্তি স্থাপন করে ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে দ্বিতীয় বার এই ঘটনা ঘটেছে। এর আগে ১৯৯৩ সালে এডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফল অন করেও শেষপর্যন্ত ১ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
বিবিধ
- ইতিহাস বললেও কম বলা হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়ে আক্ষরিক অর্থেই ইতিহাস তৈরি করলেন জেসন আর্ডে। ৩ বছর বয়সে তাঁর অটিজম ধরা পড়েছিল। ১১ বছর বয়স পর্যন্ত ঠিকমতো কথা বলতে পারতেন না। সই করতে ১৮ বছর বয়স পর্যন্ত। আর ৩৭ বছর বয়সে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সসিওলজি অব এডুকেশন এর অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেন।
- বরাবরই রাশিয়ার সমর্থক তিনি। রাশিয়া ২০১৬ সালে সাম্মানিক নাগরিকত্ব হলিউডের অভিনেতা স্টিভেন সিগালকে। এবার তাঁকে অর্ডার অব ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করল মস্কো।
২৭ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন