কারেন্ট অ্যাফেয়ার্স ১ মার্চ ২০২৩

463
0
daily current affairs

আন্তর্জাতিক
  • গ্রিসে রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩৬ জন যাত্রী। গভীর রাতে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় গ্রিসের টেম্পে শহরের কাছে।  সংঘর্ষের তীব্রতায় যাত্রিবাহী ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়। আর বাকি কামরাগুলি ছিটকে পড়ে। যাত্রিবাহী ট্রেনটি ৩৫০ জন যাত্রী নিয়ে এথেন্স থেকে গ্রিসের থেসালোনিকি যাচ্ছিল। গ্রিসের ইতিহাসে এতবড় রেল দুর্ঘটনা আগে কখনো ঘটেনি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই দাবি করল, চিনের উহানের ল্যাবরেটরিই সম্ভবত কোভিডের উৎস। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি মন্ত্রকের একটি গোপন রিপোর্ট ফাঁস হয়েছিল, সেখানেও কোভিড ছড়ানোর জন্য উহানের ল্যাবরেটরিকেই দায়ী করা হয়েছে।

 

জাতীয়
  • সব প্রতিষ্ঠানকেই দেশের আইন মেনে চলতে হবে। ব্রিটেনকে এই বার্তা দিল ভারত। এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলির। সেখানেই বিবিসির দপ্তরে আয়কর হানার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন ক্লেভারলি।বিগত সপ্তাহে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর দিল্লি ও মুম্বইয়ের দপ্তরে একটানা ৬০ ঘণ্টা ধরে পরীক্ষা চালায় আয়কর দফতর। এই ‘সমীক্ষা’র ব্যাখ্যা দিয়ে আয়কর দপ্তর পরে জানায়, বিবিসির কর দেওয়ার নথিপত্রে বেশ কিছু গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে।
খেলা
  • প্রয়াত হলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার জাঁ ফঁতে (৮৯) । একটি বিশ্বরেকর্ড করার জন্য তিনি আজও স্মরণীয়। ফঁতে ১৯৫৮ সালের বিশ্বকাপ ফুটবলে ছ’টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন ,একটি মাত্র বিশ্বকাপে এতগুলি গোল আর কারওর নেই। ৬৪ বছর পর এখনও সেই রেকর্ড অক্ষুণ্ন রয়েছে।
  • মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সাফল্য পায়নি পাকিস্তান। সেই ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমা মারুফ। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপে চতুর্থ স্থানে শেষ করেছিল পাকিস্তান। দেশের হয়ে অবশ্য খেলা চালিয়ে যাবেন বাঁহাতি বাঁহাতি ব্যাটার মারুফ।
  • ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রানেই অলআউট হয়ে গেল ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট খুইয়ে ১৫৪ রান করেছে।

 

বিবিধ
  • ২০২৩ সালে উষ্ণতম ফেব্রুয়ারি মাস কাটাল ভারত। ১২২ বছরের ইতিহাসে এই বছরই ছিল সবচেয়ে উত্তপ্ত ফেব্রুয়ারি । ভারতের আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দেশে আবহাওয়ার নির্ঘন্ট রক্ষা শুরুর পর ১৯০১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অন্য কোনও বছরে ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা এতটা বাড়তে দেখা যায়নি কখনও।
  • ফেব্রুয়ারি মাসে দেশে জিএসটি বাবদ আয় হয়েছে ১,৪৯,৫৭৭ কোটি টাকা। টানা ১ বছর দেশে জিএসটি বাবদ আয় ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বেশি হয়েছে।
  • চলতি অর্থবছরে কেবল জরিমানা বাবদ যাত্রীদের থেকে ১০০ কোটি টাকার বেশি আয় করেছে সেন্ট্রাল রেলের মুম্বই ডিভিশন।
  • গত ২৪ ফেব্রুয়ারি জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার রক্ষা কমিটি (সিইএসসিআর) বৈঠকে উপস্থিত ছিলেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের একজন মহিলা প্রতিনিধিকে। ভারতের পুলিশ হন্যে হয়ে খুঁজছে ধর্মগুরু নিত্যানন্দকে। তিনি ইকুয়েডরের কাছে কোনও দ্বীপে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তার নাম দিয়েছেন কৈলাস। ওই সভায় ‘রিপাবলিক অফ কৈলাস’-এর নামে উপস্থিত হতে দেখা গেছে ওই প্রতিনিধিকে। নিত্যানন্দই এই কাল্পনিক দেশটি তৈরি করেছেন।

 

২৮ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন