আন্তর্জাতিক
- ব্রিটেনের নতুন রাজার অভিষেক অনুষ্ঠান এখনও সম্পন্ন হয়নি। তার আগেই রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকে রাজবাড়ি খালি করার নির্দেশ দেওয়া হল। ফ্রগমোর কটেজ নামের ওই প্রাসাদ হ্যারির বিয়েতে উপহার হিসেবে দিয়েছিলেন ব্রিটেনের তখনকার রানি দ্বিতীয় এলিজাবেথ। ইতিমধ্যে রাজবাড়ির সঙ্গে দূরত্ব বেড়েছে হ্যারি মেগানের। ওই প্রাসাদ সাজানোর ২৪ লক্ষ ইউরো ফেরত দিয়েছেন তাঁরা। তাঁরা ক্যালিফোর্নিয়ায় থাকলেও ব্রিটেনে গেলে ওই প্রাসাদেই থাকতেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তথা নিজের বাবা সম্পর্কে নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে শীতল সম্পর্কের অভিযোগ করেছিলেন হ্যারি।
- নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল জি২০ গোষ্ঠীর বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক। তবে কোনও যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি।
জাতীয়
- ভারত সফরে এলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
- দেশের নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করবে একটি কমিটি। এই কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতি। এতদিন কেন্দ্রীয় সরকারের হাতে এই ক্ষমতা ছিল। সুপ্রিম কোর্টের পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই রায় দিল।
- উত্তর পূর্ব ভারতের তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হল।
ত্রিপুরা
ত্রিপুরায় ৬০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি এবং আইপিএফটির জোট। তাদের মোট প্রাপ্ত আসনের সংখ্যা ৩৩। কিন্তু বিজেপি জোটের আসন কমেছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৪৪টিতে জিতেছিল। ১৬টি পেয়েছিল বামফ্রন্ট, এবার তারা পেয়েছে ১১টি। উপজাতি এলাকার সবক’টি আসনই জিতেছে রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মণের দল তিপ্রা মাথা। প্রথম বার বিধানসভা নির্বাচনে লড়েই ১৩টি আসনে জিতেছে তারা। এখন তারাই রাজ্যের প্রধান বিরোধী দল ।
মেঘালয়
মেঘালয়ে ভোটের ফল ত্রিশঙ্কু। বিগত বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে এনডিপিপি এবং বিজেপির জোট পেয়েছিল যথাক্রমে ১৮ এবং ১২টি আসন। এবছর এনডিপিপি এবং বিজেপি পেয়েছে যথাক্রমে ২৪ এবং ১২টি আসন। মেঘালয়ে বিধানসভা নির্বাচনে ১৯৮৩ সাল থেকে প্রতি বছরই ত্রিশঙ্কু ফল হয়েছে । এবারও তাইই হল। ২০১৮ সালের ভোটে কংগ্রেস ২১টি, এনপিপি ২০ ও বিজেপি ২টি আসন পেয়েছিল। এবার কংগ্রেস ৫টি, এনপিপি ২৫,তৃণমূল কংগ্রেস ৫টি ও বিজেপি ২টি আসন পেয়েছে। শেষ বার ১৯৭৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে ‘অল পার্টি হিল লিডার্স কনফারেন্স’ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল।
নাগাল্যান্ড
নাগাল্যান্ডে ক্ষমতা ধরে রেখেছে শাসক জোট । বিজেপি এবং এনডিপিপি জোট পেয়েছে ৩৭টি আসন। মোট আসন ৬০টি। এই রাজ্যে এবার ইতিহাস তৈরি করলেন দুজন মহিলা প্রার্থী। তাঁরা হলেন ডিমাপুর ৩ কেন্দ্রের হেকানি জাখালু ও পশ্চিম অন্গামী কেন্দ্রের সালহাউ তুওনুও । দুজনেই জয়ী হয়েছেন। পূর্ণ রাজ্য হওয়ার ৬০ বছরে এই প্রথমবারের জন্য মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড।
খেলা
- ইন্দোর টেস্টে জেতার জন্য ভারত ৭৬ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়ার সামনে। প্রথম ইনিংসে ১০৯ রানে অল আউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৭ রান অল আউট হয়ে যায় । তারা লিড নেয় ৮৮ রানের । দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে শেষ হয়ে যায় ভারত। এদিন ৮ উইকেট নিয়ে নাথান লায়ন একই ভারতীয় ব্যাটারদের ত্রাস হয়ে উঠলেন। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ২৩ বার ইনিংসে ৫ উইকেট পেলেন লায়ন। ভারতের বিরুদ্ধে পেলেন নবম বার। তিনি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মোট ১১২টি উইকেট পেলেন। সেই সঙ্গে সঙ্গে তিনি ভেঙে দিলেন বর্ডার- গাভাসকর ট্রফিতে অনিল কুম্বলের ১১১টি উইকেটের রেকর্ড। এখন তাঁর উইকেট সংখ্যা ১১২। এক্ষেত্রে এই সিরিজে মোট উইকেট প্রাপ্তির হিসেবে পরবর্তীস্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (১০৬), হরভজন সিংহ (৯৫) এবং রবীন্দ্র জাডেজা (৮৪)।
- গোয়ালিয়রে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে শতরান করলেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ২৪০ বলে করলেন ১৫৪ রান। যশস্বী জয়সওয়াল দ্বিশতরান করলেন (২১৩)।
বিবিধ
- বারাণসীর মতো গঙ্গা আরতি অনুষ্ঠানের সূচনা হল বাংলায়। এদিন হাওড়ার বাজে কদমতলা ঘাটে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে তাঁর ও তারপর হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। ৪৭ বছর বয়স হয়েছে সুস্মিতা সেনের।