Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ২ মার্চ ২০২৩

daily current affairs

আন্তর্জাতিক
 জাতীয়

ত্রিপুরা

ত্রিপুরায় ৬০ আসনের বিধানসভায়  সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি এবং আইপিএফটির জোট। তাদের মোট প্রাপ্ত আসনের সংখ্যা ৩৩। কিন্তু বিজেপি জোটের আসন কমেছে। গত বিধানসভা নির্বাচনে  বিজেপি ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৪৪টিতে জিতেছিল।  ১৬টি পেয়েছিল বামফ্রন্ট, এবার তারা পেয়েছে ১১টি। উপজাতি এলাকার সবক’টি আসনই জিতেছে রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মণের দল তিপ্রা মাথা। প্রথম বার বিধানসভা নির্বাচনে লড়েই ১৩টি  আসনে জিতেছে তারা। এখন তারাই রাজ্যের প্রধান বিরোধী দল ।

মেঘালয়

মেঘালয়ে ভোটের ফল ত্রিশঙ্কু। বিগত বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে এনডিপিপি এবং বিজেপির জোট পেয়েছিল যথাক্রমে ১৮ এবং ১২টি আসন। এবছর এনডিপিপি এবং বিজেপি  পেয়েছে যথাক্রমে ২৪ এবং ১২টি আসন। মেঘালয়ে বিধানসভা নির্বাচনে ১৯৮৩ সাল থেকে   প্রতি বছরই ত্রিশঙ্কু ফল হয়েছে । এবারও তাইই হল। ২০১৮ সালের ভোটে কংগ্রেস ২১টি, এনপিপি ২০ ও বিজেপি ২টি আসন পেয়েছিল। এবার কংগ্রেস ৫টি, এনপিপি ২৫,তৃণমূল কংগ্রেস ৫টি ও বিজেপি ২টি আসন পেয়েছে। শেষ বার ১৯৭৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে ‘অল পার্টি হিল লিডার্স কনফারেন্স’ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল।

নাগাল্যান্ড

নাগাল্যান্ডে ক্ষমতা ধরে রেখেছে শাসক জোট । বিজেপি এবং এনডিপিপি জোট পেয়েছে ৩৭টি আসন। মোট আসন ৬০টি। এই রাজ্যে এবার ইতিহাস তৈরি করলেন দুজন মহিলা প্রার্থী। তাঁরা হলেন ডিমাপুর ৩ কেন্দ্রের হেকানি জাখালু ও পশ্চিম অন্গামী কেন্দ্রের সালহাউ তুওনুও । দুজনেই জয়ী হয়েছেন। পূর্ণ রাজ্য হওয়ার ৬০ বছরে এই প্রথমবারের জন্য মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড।

  খেলা

 

 বিবিধ

১ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন

Exit mobile version