আন্তর্জাতিক
- ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ব্যক্তিকে গত তিন বছর ধরে কারাবন্দি করে রেখেছে বেলারুশ। এবার তাঁকে ১০ বছরের কারাদণ্ড দিল সেখানকার আদালত। গত ডিসেম্বর মাসে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকার আন্দোলনকর্মী অ্যালেস বিয়ালিৎস্কি। কিন্তু তারপরও তাঁকে মুক্তি দেওয়া হয় নি। বিয়ালিৎস্কির বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিয়েছেন।
- রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক বছর অতিক্রম করেছে। এই পরিস্থিতিতে মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠক করলেন। নয়াদিল্লিতে জি ২০ গোষ্ঠীর বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের অবসরে এই তাৎপর্যপূর্ণ পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এই প্রথম মুখোমুখি হলেন এঁরা।
জাতীয়
- নয়াদিল্লিতে জি ২০ গোষ্ঠীর বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। এদিন মূল বৈঠকের অবসরে চিনের বিদেশ মন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে ৪৫ মিনিট ধরে বৈঠক হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ২০১৯ সালের পরে আবার কোনও চিনা বিদেশমন্ত্রী ভারত সফরে এলেন। সেখানে কথা হল, ভারত-চিন একসঙ্গে কাজ করলে সীমান্ত সম্পর্ক স্বাভাবিক হবে। চিনের এই নতুন বিদেশ মন্ত্রী দায়িত্ব নিয়েছেন তিন মাস আগে।
- দিল্লিতে জি ২০ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরই শুরু হল কোয়াড অক্ষভুক্ত দেশগুলোর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের বিদেশ মন্ত্রীদের মধ্যে বৈঠক।
- কর্ণাটকে বেঙ্গালুরুর জল সরবরাহ ও নিকাশি পর্ষদের আমলা , আইএএস অফিসার প্রশান্ত কুমারের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। কর্ণাটক লোকাযুক্তের দাবি, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাঁর বাবা মাদাল বিরুপাক্ষ রাজ্যের শাসক বিজেপি দলের বিধায়ক ও ওই সংস্থার চেয়ারম্যান।
খেলা
- ইন্দোর টেস্টে ভারতের বিপক্ষে ৯ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টে হারার পর অবশেষে তৃতীয় টেস্টে জিতেছেন স্টিভ স্মিথরা। চার ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে। এই টেস্টে জেতার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠল তারা।
- ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ নিযুক্ত হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রেইগ ফুলটন।
- আইএসএল এর নক আউট পর্বে কেরল ব্লাস্টার্স দলের বিরুদ্ধে জিতল বেঙ্গালুরু এফ সি। কিন্তু রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রি কিকে গোল করেন সুনীল ছেত্রী। প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নেয় কেরল।
- এএফসি ‘এ’ ডিপ্লোমা লাইসেন্স পেলেন হোসে র্যামিরেজ ব্যারেটো । আইএসএল বা আইলিগের কোনও ফুটবল দলের কোচিং করাতে হলে এই লাইসেন্স প্রয়োজন।
বিবিধ
- সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রয়াত হলেন (৮২)। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ১৯৪১ সালের ৯ মার্চ হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেছিলেন। হাওড়ার রামরাজাতলাতে বসবাস করতেন তিনি। কিশোর গোয়েন্দা দল প্রয়াত ‘পাণ্ডব গোয়েন্দা’-এর স্রষ্টা হিসেবে তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাবলু, বাচ্চু , বিলু, ভোম্বল, বিচ্চু এবং পঞ্চু এইসব চরিত্রদের সঙ্গেই বড় হয়েছে আজকের বাঙালি। পাণ্ডব গোয়েন্দা’ ছাড়াও প্রাইভেট গোয়েন্দা অম্বর চ্যাটার্জি, কিশোর গোয়েন্দা তাতার ছিল তাঁর অক্ষয় কীর্তি। অসংখ্য বই লিখেছেন তিনি। তার মধ্যে ‘চতুর্থ তদন্ত’, ‘সোনার গণপতি হীরের চোখ’,‘কিংবদন্তীর বিক্রমাদিত্য’, ‘পুণ্যতীর্থে ভ্রমণ’, ‘কেদারনাথ’, ‘হিমালয়ের নয় দেবী’ প্রভৃতি অন্যতম। সাহিত্যে অবদানের জন্য ২০১৭ সালে তিনি পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন।