আন্তর্জাতিক
- রাশিয়ার একজন চিকিৎসা বিজ্ঞানী রহস্য জনক ভাবে নিহত হয়েছেন। কোভিড প্রতিরোধে স্পুটনিক-৫ টিকা বানিয়েছিল রাশিয়া। সেই টিকা বানানো বিজ্ঞানী দলের অন্যতম সদস্য ছিলেন আন্দ্রে বটিকভ। বছর ৪৭ বয়সী বটিকভের দেহ মস্কোয় তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। বেল্ট জাতীয় কিছু তাঁর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে।
- বাংলাদেশের একটি অক্সিজেন তৈরির সংস্থায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের প্রাণহানি হল। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার একটি অক্সিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সেখানে শিল্পে ব্যবহারযোগ্য অক্সিজেন তৈরি করা হত।
জাতীয়
- ভারতে তৈরি ওষুধেই গাম্বিয়ার বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। এই ওষুধ ছিল নিম্নমানের। এই রায় দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ও গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রকের যৌথ তদন্ত দল। হরিয়ানার একটি সংস্থার কাফ সিরাপ খেয়ে ৬৬টি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
খেলা
- আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। যুবভারতীতে নকআউট পর্বের ম্যাচে ওড়িশা এফসিকে ২-০গোলে হারিয়ে দিল তারা। সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলবে তারা।
- ভারতীয় ক্রিকেটে শুরু হল মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই নজর টানলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও কলকাতার সাইকা ইশাক। এই ম্যাচে গুজরাত জায়ান্টসকে হারিয়ে দিল মুম্বই।মহিলাদের আইপিএল প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ২০০ রানের গণ্ডি ছাড়াল মুম্বই। গুজরাত জায়ান্টস অধিনায়ক বেথ মুনি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। মুম্বইয়ের ৫ উইকেটে ২০৭ রানের জবাবে গুজরাতের ইনিংস শেষ হল ৯ উইকেটে ৬৪ রানে।
বিবিধ
- কাতারের রাজধানী দোহায় বসল বিশ্বের সবথেকে দরিদ্র দেশগুলোর শীর্ষ সম্মেলন। ৪৬টি দেশ যোগ দিল এই সম্মেলনে। এবারের সম্মেলনে সভাপতি হয়েছে মালাউই । লিস্ট ডেভেলপড কান্ট্রি সামিট সাধারণত ১০ বছর অন্তর বসে। সেখানে বক্তব্য রাখেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেরিও গুতেরেস । তিনি বিশ্বে দারিদ্র্যের জন্যে ধনী দেশগুলির জ্বালানি বৃদ্ধির নীতিকে কে দায়ী করেছেন।তিনি জানিয়েছেন, আগামী ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশ, ভুটান এই দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে।