আফগানিস্তানের গদিচ্যুত রাষ্ট্রপতিকে রাজনৈতিক আশ্রয় দিল সংযুক্ত আরব আমিরশাহী। এদিকে আফগানিস্তান জুড়ে তাণ্ডব চালাচ্ছে তালেবান জঙ্গিরা। বলখ প্রদেশের মহিলা গভর্নর সালিমা মাজারিকে তুলে নিয়ে গিয়েছে তারা । তার কোন খোঁজ নেই। তখড় প্রদেশে বোরখা না পরার অপরাধে হত্যা করা হল এক মহিলাকে। জালালাবাদ শহরে তালিবান বিরোধী বিক্ষোভ মিছিলে জঙ্গিরা সরাসরি গুলি চালানোয় মৃত্যু হয়েছে তিন জনের। বামিয়ান প্রদেশ আব্দুল আলি মাজারের একটি মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল তালিবানরা। হাজারা উপজাতি সম্প্রদায়ের নেতা ছিলেন হাজারি । এই বামিয়ানে ২০০১ সালে গৌতম বুদ্ধের মূর্তি ভেঙেছিল তালিবান। কাবুলের বোখদি বিনোদন পার্কটিও জ্বালিয়ে দিল তারা।
জাতীয়
সুনন্দা পুষ্কর মৃত্যুরহস্য মামলায় তার স্বামী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরকে বেকসুর ঘোষণা করল দিল্লির একটি আদালত। ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি বিলাসবহুল হোটেলে সুনন্দা পুষ্করের মৃতদেহ উদ্ধার হয়। শশীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ আনা হয়েছিল।
‘খাঁচার তোতা’ সিবিআইকে মুক্ত করতে হবে। যত শীঘ্র সম্ভব আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন, সিএজি এর মতো সিবিআইকেও। কেন্দ্রীয় সরকারকে এই বার্তা দিল মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাড়ুর একটি বেসরকারি লগ্নি সংস্থার মামলায় এই মন্তব্য করলেন বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি বি পুগালেন্দি।
বিবিধ
অগ্নিকাণ্ড , চুরি, কর্মীর প্রতারণা প্রভৃতি কারণে ব্যাংকের লকারে গচ্ছিত সম্পত্তির ক্ষতি হলে ব্যাংকে যে ক্ষতিপূরণ দিতে হবে বার্ষিক ভাড়ার ১০০ গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে নির্দেশিকা জারি করল আরবিআই।
সেনাবাহিনীর ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় এবার থেকে মহিলারাও বসতে পারবেন বলে একটি জনস্বার্থ মামলার অন্তর্বর্তী রায় দিল সুপ্রিম কোর্ট।
খেলা
সুপার কাপ চ্যাম্পিয়ন হল জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হল বরুসিয়া ডর্টমুন্ড। ফাইনালে ৩-১ গোলে তারা পরাস্ত করল বরুসিয়া ডর্টমুন্ডকে। ৪১টি গোল করে মরসুম শেষ করলেন রবার্ট লেয়নডস্কি। এদিন দুটি গোল করলেন তিনি।