কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মার্চ ২০২৩

schedule
2023-03-07 | 07:28h
update
2023-03-14 | 07:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • জাপানে জন্মহার না বৃদ্ধি পেলে একদিন দেশটির অস্তিত্বই থাকবে না। গত বছর জাপানে শিশু জন্মের সংখ্যা কমে হয়েছে মাত্র ৮ লক্ষ। অথচ একই সময়ে সেখানে প্রাণহানি হয়েছে ঠিক এর দ্বিগুণ, অর্থাৎ ১৬ লক্ষ মানুষের। কর্মরত মহিলাদের বিভিন্ন সুবিধা দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। একটি সাক্ষাৎকারে এই তথ্য তুলে গুরুতর উদ্বেগ প্রকাশ করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার উপদেষ্টা মাসাকো মোরি।
  • শরর্নাথী নীতি আরও কড়া করার ইঙ্গিত দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি বলেছেন, নতুন বিল আনা হবে। এর লক্ষ্য , অবৈধভাবে ব্রিটেনে পা রাখলে তৎক্ষণাৎ তাঁদের বের করে দেওয়া।
Advertisement

জাতীয়
  • পাটনায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে গিয়ে জমি দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। অভিযোগ, লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকার সময় রেলে চাকরির বদলে জমি হস্তান্তর হয়েছিল।
  • পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ১৭২৯টি ও গ্রন্থাগারিক পদে ৭২৮টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।
  • নেপালের মুশতাং জেলায় বৌদ্ধ বিশ্ববিদ্যালয় গড়ার জন্য ভারতকে অনুমতি দেওয়া হয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ঠিক নয় বলে জানিয়েছে নেপাল সরকার।
  • লন্ডনে ব্রিটিশ সাংসদদের সঙ্গে কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। উচ্চকক্ষ , নিম্নকক্ষ মিলিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ৯০ জন সাংসদ উপস্থিত ছিলেন এই আলাপচারিতায়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লন্ডন স্কুল অব ইকনমিক্সের অধ্যাপক মুকুলিকা বন্দ্যোপাধ্যায়।
খেলা
  • ক্রীড়া ক্ষেত্রে বাংলাকে যাঁরা সম্মানিত করেছেন এমন কয়েকজনকে পুরস্কৃত করল সারা বাংলা দাবা সংস্থা। তাঁরা হলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, দোলা বন্দ্যোপাধ্যায়, গুরবক্স সিং ও দিব্যেন্দু বড়ুয়া।
  • দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন এডেন মার্করাম। তিনি টেম্বা বাভুমার স্থলাভিষিক্ত হলেন।
বিবিধ
  • হায়দারাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন বরিস জনসন তাঁর বাবা , ইউরোপীয় ইউনিয়নের প্রাক্তন সদস্য স্ট্যানলি জনসনকে নাইটহুড দেওয়ার প্রস্তাব করেছিলেন। এদিন এই তথ্য প্রকাশ করল একটি ব্রিটিশ সংবাদপত্র।

৫ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 15:43:39
Privacy-Data & cookie usage: