কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মার্চ ২০২৩

294
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বাংলাদেশের রাজধানী ঢাকায় বিস্ফোরণের ঘটনায় নিহত হলেন ১৭ জন। মঙ্গলবার বিকেলে ঢাকার গুলিস্তানে সিদ্দিকবাজারে এই ঘটনা ঘটেছে। সেখানে একটি ৭তলা নীচেরতলার একটি দোকানে বিস্ফোরণ ঘটে। সেটি স্যানিটারি দ্রব্যের দোকান। বিস্ফোরণে বহুতলটির একাংশ কার্যত গুঁড়িয়ে গিয়েছে।পাশের বাড়িটিতে ছিল ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন’ (বিআরটিসি)-এর। অন্য পাশের ৫ তলা বাড়িতে রয়েছে ব্যাঙ্ক। সেটিও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতরা অধিকাংশই পথচারী। এটি নাশকতা নাকি দোকানের সঞ্চিত গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • ইরানে ঠিকমতো করে হিজাব না পড়ার অভিযোগে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল ২২ বছরের মাহশা আমিনির। তারপর থেকে ইরানের শহরে গ্রামে বারবার জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন। প্রতিবাদ জানিয়েছেন ছাত্রীরাও। অন্যদিকে গত নভেম্বর থেকে প্রায় এক হাজার স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে। মৃত্যুর কারণ বিষপ্রয়োগ। প্রথম তা নজরে আসে কুম শহরে, পরে অভিযোগ এসেছে ২৫টি প্রদেশ থেকে। অথচ, কীভাবে এই চোরাগোপ্তা হামলা চলছে, তা জানা যায়নি।  এই পরিস্থিতিতে প্রথমবার এই অভিযোগ মান্যতা পেল। এদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই বলেছেন, যারা এই কাজে যুক্ত তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। একইদিনে আন্দোলনকারীদের কার্যত হুমকি দিলেন ইরানের একজন বিচারপতি। যথাযথ পোশাক বিধি না মেনে চললে কঠোর শাস্তির মুখে পড়তে হবে মেয়েদের,  তা বলে দিলেন ইরানের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজাই।
জাতীয়
  • আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ইতিহাস রচিত হল ভারতে । এই প্রথমবার সরাসরি সীমান্তে কোনও মহিলাকর্মীদের মোতায়েন করা হল। পাকিস্তান সীমান্তে মোতায়েন ভারতীয় বায়ুসেনার ‘ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের’ দায়িত্ব দেওয়া হল গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামিকে। বায়ুসেনার পশ্চিমাঞ্চল কমান্ডের অন্তর্গত একটি ক্ষেপণাস্ত্র ইউনিটের নেতৃত্ব দেওয়া হয়েছে তাঁকে।দেশে প্রথমবার এই দায়িত্ব পেলেন কোনও মহিলা অফিসার। পঞ্জাবের লুধিয়ানার মেয়ে শালিজা ধামি ২০০৩ সালে পাইলট পদে বায়ুসেনায় যোগ দেন।  ২,৮০০ ঘণ্টারও বেশি কপ্টার উড়ানের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে বায়ুসেনায় প্রথম মহিলা পাইলট হিসাবে রাফাল যুদ্ধবিমান ওড়ানোর জন্য ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিংহকে নিযুক্ত করা হয়েছিল।
  • কোহিমা রাজভবনে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেফিউ রিও। এই নিয়ে তিনি পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে বসলেন । নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী হিসেবে সালহোউতুওনুও ক্রুস। রাজ্য হিসেবে নাগাল্যান্ড গঠনের হীরক জয়ন্তীতে প্রথমবার কোনও মহিলা বিধায়ক তথা মহিলা মন্ত্রী পেল এই রাজ্য। এদিন মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা। দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

খেলা
  • আইএসএল-এর সেমিফাইনালের প্রথম পর্বে মুম্বই এফ সি দলকে ১-০ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফ সি। গোলটি করলেন সুনীল ছেত্রী।
বিবিধ
  • নয়া দিল্লিতে মধ্য এশিয়ার দেশগুলিরর সঙ্গে বৈঠকে বসল ভারত। এই বৈঠকে আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের প্রতিনিধিরা হাজির ছিলেন।সেখানে ভারত প্রতিশ্রুতি দিল,  আফগানিস্তানে খাদ্য সঙ্কটের মোকাবিলায় ২০ হাজার মেট্রিক টন গম পাঠানো হবে। তবে অতীত সমস্যার কথা মাথায় রেখে পাকিস্তানের সড়ক পথের বদলে ওই গম ইরানের চাবাহার বন্দর দিয়ে আফগানিস্তানে পাঠানো হবে।