কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মার্চ ২০২৩

380
0
daily current affairs
Courtesy: MSN

আন্তর্জাতিক
  • চিনের জাহাজ এসে সমুদ্রের নীচে থাকা ইন্টারনেটের তার কেটে দিচ্ছে। এক নয়, একাধিক বার এই ঘটনা ঘটেছে। তার ফলে তাইওয়ানের ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। চিনের বিরুদ্ধে এই অভিযোগ করল তাইওয়ান।
  • পুলিশ ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল লাহোর। পাক পঞ্জাবের রাজধানী শহরে এদিন সভা ডেকেছিলেন পিটিআই নেতা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দুদিন আগেই ইমরানকে গ্রেপ্তার করতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। এদিনের সভায় লাহোর পুলিশ নিষিদ্ধ ঘোষণা করেছিল । গোটা লাহোরের জারি করা হয় ১৪৪ ধারা।প্রসঙ্গত , সরকারি পদে থেকে উপহার পেয়ে তা গোপনে বিক্রির মামলায় পাকিস্তানের নির্বাচন কমিশন ৫ বছরের জন্য যে কোনও ভোটে ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি নেন ইমরান।
  • পাশতুন জঙ্গিদের বিরুদ্ধে ফের অভিযান শুরু করল পাকিস্তান। আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে।প্রসঙ্গত, পাকিস্তানের সরকারের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরে গত নভেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি। পাক সেনার দাবি, এই অভিযানে ৬ জন টিটিপি বিদ্রোহী নিহত হয়েছে।
 জাতীয়
  • ভারত সফরে এসে রঙের উৎসবে যোগ দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। ৬ বছর পর অস্ট্রেলিয়ার কোনও প্রধানমন্ত্রী ভারত সফরে এলেন। সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন নামেন তিনি। আমেদাবাদ রাজভবনে রং খেললেন। সবরমতি আশ্রম ঘুরে দেখলেন তিনি।
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মানিক সাহা । তাঁর সঙ্গেই মন্ত্রী হিসেবে ৮ জন বিধায়কও শপথ নিলেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।
খেলা
  • প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করলেন বাংলার মহিলা রেফারি কণিকা বর্মণ। থাইল্যান্ডের বুড়িরামে তিনি মহিলাদের অনূর্ধ্ব ২০ বছর এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের একটি ম্যাচ পরিচালনা করলেন।
  • ফুটবল সম্রাট পেলে প্রয়াত হয়েছেন গত বছর ডিসেম্বর মাসে । এতদিনে তাঁর উইলের খবর সামনে আনল ব্রাজিলের সংবাদ মাধ্যম। জানা গেছে, তাঁর সম্পত্তির ৩০ % পাবেন তাঁর স্ত্রী মারসিয়া সিবেলা।  বাকি ৭০ শতাংশ পাবেন পেলের সন্তানরা এবং এক অপরিচিত নারী।অনুমান করা হচ্ছে, তিনিও পেলেরই মেয়ে। তবে তাঁর পরিচয় এতকাল প্রকাশিত হয় নি।

 

বিবিধ
  • বার্লিনে একটি অনুষ্ঠানে রাষ্ট্রসঙ্ঘের দেওয়া বিশ্বের সেরা পর্যটন গন্তব্যের সম্মান পেল পশ্চিমবঙ্গ সরকার।
  • এক দশক ধরে সাফল্যের সঙ্গে নিজের কাজ অর্থাৎ আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠিয়ে গেছে সে। বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কৃত্রিম উপগ্রহ এম টি-১। এদিন নির্দিষ্ট কক্ষপথ থেকে তাকে ফিরিয়ে এনে পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়িয়েও ফেলল ইসরো । বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরের উপরে ছাইয়ে পরিনত হয়েছে এমটি-১। ইসরো এবং ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা সিএনইএস-এর যৌথ উদ্যোগে ২০১১ সালের অক্টোবর মাসে সেটি মহাকাশে পাড়ি দিয়েছিল।