কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মার্চ ২০২৩

280
0
daily current affairs
Courtesy: Cricket Addictor

আন্তর্জাতিক
  • চিনের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হলেন শি জিনপিং। এই নিয়ে তিনি তৃতীয় বারের জন্য এই পদে বসলেন। ২০১২ সালে প্রথমবারের জন্য চিনের রাষ্ট্রপতি পদে বসেছিলেন শি জিনপিং। চিনের আইন অনুযায়ী কেউ সর্বোচ্চ দুবার  রাষ্ট্রপতি পদে র্নির্বাচিত হতে পারেন। কিন্তু ২০১৮ সালে শি জিনপিং নিজেই উদ্যোগ নিয়ে সেই আইন সংশোধন করেন। গত অক্টোবর মাসে তিনি চিনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পদে তৃতীয় বারের জন্য পুনর্নির্বাচিত হয়েছিলেন।
  • জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় একটি ধর্মীয় সভা চলার সময় নির্বিচারে গুলি চালায় একজন আততায়ী। এই ঘটনায় মোট ৮ জন নিহত হয়েছেন। আততায়ী ফিলিপ এফ (৩৫) নিজেও আত্মঘাতী হয়েছেন। তিনি একদা ওই ধর্মীয় গোষ্ঠীর সদস্য ছিলেন। হামলার কারণ জানা যায়নি।
জাতীয়
  • নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ । ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুদেশের মধ্যে কৌশলগত সমঝোতা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সম্মত হয়েছে দুটি দেশ।
  • অগ্নিপথ প্রকল্প থেকে অবসরপ্রাপ্তদের জন্য নিজেদের বাহিনীর নিয়োগে ১০ % সংরক্ষণের সিদ্ধান্ত জানালো বিএসএফ।
  • জমির বদলে চাকরি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি। দেশে মোট ১৫ টি স্থানে এদিন এই মামলার সূত্রে তল্লাশি চালানো হয়েছে।
খেলা
  • আমেদাবাদ টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৮০ রান করল অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা (১৮০) ও ক্যামেরন গ্রিন (১১৪) শতরান করলেন। এদিন ৬ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে তিনি ৩২ বার টেস্ট ক্রিকেটে ৫ উইকেট বা তার বেশি উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এক্ষেত্রে তিনি বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছেন।শীর্ষে আছেন রঙ্গনা হেরাথ, তিনি টেস্ট ক্রিকেটে ৪৫ বার ৫ উইকেট নিয়েছেন। দেশের মাটিতে মোট ২৬ বার টেস্ট ক্রিকেটে ৫ উইকেট বা তার বেশি উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়ে টপকে গেলেন অনিল কুম্বলেকে। এক্ষেত্রে তিনি বিশ্বে রয়েছেন দ্বিতীয় স্থানে। বর্ডার গাভাসকর ট্রফিতে ১১৩টি উইকেট নিয়ে ভারত অস্ট্রেলিয়া সিরিজে তিনিই এখন সর্বোচ্চ উইকেট প্রাপক।
  • হকিতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিল ভারত। রৌরকেল্লায় হকি প্রো লিগে ৩-২ ব্যবধানে জয়ী হল ভারত।
বিবিধ
  • এবার একটি দেশের রাজধানী বদলে যাচ্ছে। সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। সেখান থেকে ২০০০ কিলোমিটার দূরে বোর্নিও শহর হবে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী। ২০২৪ সালের ১৭ আগস্ট সে দেশের স্বাধীনতা দিবস পালনের দিনেই ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর উদ্বোধন হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • ২০২১-২২ সালে নতুন প্রযুক্তি আবিষ্কার করার স্বীকৃতি হিসেবে ৬৬,৪৪০টি পেটেন্ট দাবি করে আবেদন জানিয়েছে ভারত।
  • মহিলা সরকারি কর্মচারীদের বছরে অতিরিক্ত ৭ দিনের ক্যাজুয়াল লিভ দেওয়ার ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার।