কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মার্চ ২০২৩

289
0
daily current affairs
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধ হয়ে গেল। এই ব্যাঙ্ক নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে । মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬ তম বৃহত্তম ব্যাঙ্ক সিলিকন ভ্যালি ব্যাঙ্ক । মার্কিন যুক্তরাষ্ট্রের বিমা নিয়ন্ত্রক সংস্থা এই ব্যাঙ্কে যারা আমানত রেখেছিলেন তাদের পুঁজি ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে। ২০০৮ সালে ওয়াসিংটন মিউচ্যুয়াল সংস্থার পর ফের মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও আর্থিক সংস্থা মুখ থুবড়ে পড়ল।
  • প্রধানমন্ত্রী পদে বদল হল চিনে। চিনের সংসদ ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’-এর বার্ষিক অধিবেশনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কুইয়াংয়ের নাম প্রস্তাব করেন সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং। লি কুইয়াং  প্রধানমন্ত্রী লি খ্যছিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন। ২০১৩ সাল থেকে চিনের প্রধানমন্ত্রী পদে ছিলেন খ্যছিয়াং।
জাতীয়
  • প্রবীণ রাজনৈতিক নেতা তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ কপিল সিবাল নতুন একটি রাজনৈতিক মঞ্চ গঠন করলেন। এর নাম ইনসাফ কে সিপাহি।
  • দিল্লিতে নিজেদের সদর দপ্তরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কলবাকুন্তলা কবিতাকে জিজ্ঞাসাবাদ করল ইডি। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রতিষ্ঠাতা কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তিনি।
 খেলা
  • আমেদাবাদ টেস্টে ভারত প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে করল ২৮৯ রান। শতরান (১২৮) করলেন শুভমন গিল। টেস্টে এটি তাঁর দ্বিতীয় শতরান। তিনি লোকেশ রাহুলের পরিবর্তে এই টেস্টে সুযোগ পেয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৫৯ রান করে অপরাজিত আছেন। ৪২৮ দিন পর তিনি টেস্টে অর্ধশতরান করলেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এদিন ৩৫ রান করেছেন। সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ভারতীয় হিসাবে ১৭০০০ রান পূর্ণ করলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির রয়েছে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বীরেন্দ্র সহবাগের। এদিন ৪২ রান করেন চেতেশ্বর পূজারা। এদিন ৯ রান করার সঙ্গে সঙ্গে ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২০০০ রান পূর্ন হয়ে গেল তাঁর। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে শচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়ের। পাশাপাশি, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাজার রানও হয়ে গেল পুজারার। এখানেও তাঁর আগে শচীন, লক্ষ্মণ এবং দ্রাবিড় রয়েছেন।  প্রসঙ্গত, এই টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪৮০ রান।
বিবিধ
  • সুইমিং পুলে সাঁতার কাটার সময় পুরুষ ও মহিলাদের পোশাক বিধি ছিল আলাদা। বার্লিন শহরের এই বিধির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন একজন মহিলা। এই বৈষম্যের নীতি পতিবর্তন করা হবে বলে জানালো বার্লিন নগর কর্তৃপক্ষ।

১০ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন