কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মার্চ ২০২৩

346
0
কারেন্ট অ্যাফেয়ার্স

আন্তর্জাতিক
  • বায়ুদূষণ ক্রমশই মারণ হয়ে উঠছে থাইল্যান্ডে। গত এক সপ্তাহে বায়ুদূষণ জনিত কারণে অসুস্থ হয়ে দুই লক্ষাধিক মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সেখানে। চলতি বছরে ১৩ লক্ষ মানুষ এখনও পর্যন্ত বায়ুদূষণ জনিত কারণে অসুস্থ হয়ে  হাসপাতালে ভর্তি  হয়েছেন।
  • ইউক্রেনের বাখমুটে রাশিয়ার দখল করা এলাকা ছিনিয়ে নিতে লড়াই তীব্রতর করল ইউক্রেন। এই হামলায় ২২১ জন রুশ সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনা বাহিনী।
  • নিরপেক্ষতার প্রশ্নে নিজেরাই প্রশ্নের মুখে পড়ল বিবিসি। লন্ডনে বিবিসির কর্মীরাই সংস্থার চেয়ারম্যান রিচার্ড শার্প এবং সংস্থার ডিরেক্টর জেনারেল টিম ডেভির পদত্যাগ দাবি করেছেন। ঘটনার সূত্রপাত প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকারের একটি ব্যক্তিগত টুইট থেকে। ব্রিটেন সরকারের কড়া শরণার্থী নীতির সমালোচনা করেছিলেন তিনি। এর পরই তাঁকে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানের সঞ্চালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরে ওই অনুষ্ঠানে অংশ নিতে অন্য কোনও ক্রীড়াবিদকে রাজি করাতে পারেননি বিবিসি কতৃপক্ষ।

 

জাতীয়
  • সমলিঙ্গ বিবাহের অনুমোদন চেয়ে দেশের বিভিন্ন উচ্চ ন্যায়ালয়ে যে সব মামলা দায়ের করা হয়েছিল তার একসঙ্গে শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে জানালো, তারা এই অনুমোদন দেওয়ার বিপক্ষে। কারণ, ভারতীয় বিয়ের ধারণার সঙ্গে এই সমলিঙ্গ বিবাহের সঙ্গে মেলে না।
  • বাহারিনের রাজধানী মানামাতে “ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন” এর অধিবেশনে যোগ দিলেন ভারতের লোকসভার অধ্যক্ষ ওম প্রকাশ বিড়লা। এবার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৪৬তম অধিবেশন বসল।
খেলা
  • আইএসএল-এর ফাইনালে উঠল বেঙ্গালুরু এফসি। দুই পর্বের সেমিফাইনালে মুম্বই সিটি এফসি ও তাদের ম্যাচের ফল হয় ২-২। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়ী হয়েছে বেঙ্গালুরু এফসি।
  • আমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭০ রান করে ইনিংস ডিক্লেয়ার করল ভারত । প্রথম ইনিংসে ভারত ৯০ রানে এগিয়ে আছে। এদিন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি করলেন ১৮৬ রান। ৪০ মাস বা ১২০৫ দিন পর টেস্ট ক্রিকেটে শতরান পেলেন তিনি। ২০১৯ সালের নভেম্বর মাসের পর ৪১টি টেস্ট ইনিংসের পরে তিনি পুনরায় টেস্টে শতরান পেলেন। এটি তাঁর ২৮তম টেস্ট শতরান। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এটি তাঁর ৭৫ তম শতরান। এদিন একটি মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট । দেশের মাটিতে টেস্টে ৪০০০ রান পূর্ণ করলেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট রানের হিসেবে তিনি কোহলি টপকে গেলেন ব্রায়ান লারাকে। তাঁর সামনে শুধু শচীন তেন্ডুলকর। লারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৪৭১৪ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করার কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে।
  • ঢাকার মিরপুরে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ইংল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। ফলে সিরিজ জয় নিশ্চিত হল তাদের। এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়।
  • দোহায় অনুষ্ঠিত আইটিটিএফ শট গান বিশ্বকাপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন ভারতের পৃথ্বীরাজ টোডিয়ামান । পৃথ্বীরাজ ও শ্রেয়সী সিং জুটিও ব্রোঞ্জ জিতল।

 

 বিবিধ
  • দিল্লির একটি ফার্ম হাউসে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে। হোলির পার্টিতে যাওয়ার পর দিনই তাঁর মৃত্যু হয়। ওই পার্টি যেখানে হয়েছিল সেই ফার্ম হাউস থেকে কিছু ওষুধের নমুনা বাজেয়াপ্তও করেছে পুলিশ। এদিকে সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে এক চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির এক মহিলা, সানভি মালু। তিনি অভিযোগ জানিয়েছেন, তাঁর স্বামী ১৫ কোটি টাকার ঋণ না মেটানোর জন্য পার্টিতে বিষ দিয়ে সতীশ কৌশিককে খুন করেছেন। এই অভিযোগ যাঁর বিরুদ্ধে, তিনি হলেন কুবের গ্রুপের প্রতিষ্ঠাতা,  দিল্লির ব্যবসায়ী বিকাশ মালু।

১১ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন