কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মার্চ ২০২৩

295
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হল আফ্রিকার চাদ। তারপরের দুটি দেশ হল যথাক্রমে ইরাক ও পাকিস্তান। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বাহারিন ও বাংলাদেশ । ভারত গতবছর ছিল পঞ্চম স্থানে, এবার পেয়েছে অষ্টম স্থান। বিশ্বের ১৩১টি দেশের ৩০,০০০ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে এই ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’ প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের সংস্থা আইকিউ এয়ার। গোটা বিশ্বের তথ্য পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে পৃথিবীর ৭৩০০ শহরের দূষণে অনুযায়ী তালিকাও প্রকাশ করেছে আইকিউ এয়ার। এই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর হল পাকিস্তানের লাহোর। তারপরের দুটি স্থানে রয়েছে যথাক্রমে চিনের হোতান ও ভারতের ভিওয়ারি। প্রথম দশটি স্থানে রয়েছে ভারতের ৬টি শহর। সেগুলি হল ভিওয়ারি, বৃহত্তর দিল্লি, দ্বারভাঙ্গা, অসোপুর, নয়াদিল্লি ও পাটনা। বিশ্বে দূষণের নিরিখে সবথেকে বেশি দূষিত প্রথম ২০টি শহরের মধ্যে রয়েছে ভারতের ১৪টি শহর। প্রথম ৫০টি শহরের মধ্যে রয়েছে ভারতের ৩৯টি শহর ও প্রথম ১০০টি শহরের মধ্যে রয়েছে ভারতের ৬৫টি শহর। বিশ্বে দূষণের নিরিখে সবথেকে বেশি দূষিত প্রথম ১০০টি শহরের মধ্যে ৭২টিই রয়েছে দক্ষিণ এশিয়ায়।
 জাতীয়
  • প্রথম মহিলা লোকো পাইলট হিসেবে বন্দে ভারত এক্সপ্রেস চালালেন সুরেখা যাদব। তিনি এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট।
  • উপাচার্য নিয়োগ করার আইনি অধিকার কার এই মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের এক্তিয়ার নেই রাজ্য সরকারের। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের একমাত্র আচার্যই নিয়োগ করতে পারবেন । রাজ্যের তরফে নিয়োগপ্রাপ্ত সমস্ত উপাচার্য পদ খারিজ করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে  অনিয়মের অভিযোগ এনে এই জনস্বার্থ মামলা করা হয়েছিল।
  • গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আগেই গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন কলকাতায় ইডির দফতরে টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তারপরই তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে তাঁকে গ্রেফতার করা হয়।
খেলা
  • বিশ্ব ক্রিকেটে এর আগে অনেক অঘটন ঘটিয়েছে বাংলাদেশ। এবার আবার তারা তার পুনরাবৃত্তি করল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল তারা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ঢাকায় পরের ম্যাচে ৪ উইকেটে জেতে তারা। তৃতীয় ম্যাচে ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দিল বাংলাদেশ।
  • ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে ৪৮টি দল। ম্যাচের সংখ্যা ১০৪। এদিন তা জানালো ফিফা। ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।
বিবিধ
  • ঋষি অরবিন্দের সার্ধ শত জন্মদিবস পালিত হল যথাযথ সম্মান ও মর্যাদায়। এদিন আলিপুর জাজেস কোর্টে তাঁর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ওড়িশার চাঁদিপুরে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও) অতি স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল তা সফল হল। এদিন চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষিপ্ত এই গোত্রের দু’টি ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্রই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ফসল।  কম উচ্চতায় ওড়া শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে  চিহ্নিত করতে ও নিখুঁত লক্ষ্যে পৌঁছে তা শেষ করে দিতে অব্যর্থ এই ক্ষেপণাস্ত্র ।

১৩ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন