কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মার্চ ২০২৩

523
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হল । কৃষ্ণসাগরে একটি মার্কিন ড্রোন ধ্বংস হয়েছে রাশিয়ার একটি যুদ্ধ বিমানের সঙ্গে সংঘর্ষে। গত ১৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের এম কিউ ৯ ড্রোনটি ভেঙে পড়ে রুশ যুদ্ধবিমান এস ইউ ২৭ এর ধাক্কায়। রাশিয়ার দাবি, মার্কিন গুপ্তচর ড্রোন তাদের সীমানায় প্রবেশ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক অঞ্চলে রুটিন টহল দিচ্ছিল ড্রোনটি।
  • সালভাদররের একটি আদালত একজন কুখ্যাত অপরাধীকে মোট ১৩১০ বছরের কারাদন্ড দিল। ৩৩টি খুনের মামলায় একসঙ্গে এই শাস্তি ঘোষণা করা হল। দীর্ঘ দিন ধরে গা ঢাকা দিয়ে বেড়িয়েছেন অভিযুক্ত উইলমার সেগোভিয়া। তিনি এল সালভাডরের কুখ্যাত দুষ্কৃতী দল এমএস-১৩ এর একজন পান্ডা । তাঁর বিরুদ্ধে মোট ৩৩টি খুনের অভিযোগ ছাড়াও রয়েছে ৯টি খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমান ।
  • এরিক গাসেটি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাঁর নাম মার্কিন সেনেটে অনুমোদিত হল। তাঁকে ওই পদে নিয়োগের জন্য মার্কিন রাষ্ট্রপতির সুপারিশ দুবছর ধরে বিচারাধীন রয়েছে মার্কিন আইনসভায়।

 

 জাতীয়
  • ৭০০ জন ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা সরকার। কানাডার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পঠনপাঠনের ভুয়ো নথি পেশ করেছিলেন। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরাই এই পরিস্থিতির মধ্যে পড়েছে। এই ৭০০ জনের প্রত্যেকেই পাঞ্জাবের জলন্ধরের এক ব্যক্তির মাধ্যমে ২০১৮ থেকে ২০২২সালের মধ্যে কানাডায় গিয়ে উচ্চ শিক্ষার জন্য কানাডার ‘এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেস’-এর মাধ্যমে স্টাডি ভিসার জন্য আবেদন করেছিলেন।
খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে ম্যানচেস্টার সিটি ৭-০ গোলে পরাস্ত করল আরবি লাইপজিগকে। ২২ বছর বয়সী আরলিং হল্যান্ড একাই করলেন ৫ গোল। তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৫ গোল করলেন তিনি।
  • আইসিসির ক্রমতালিকায়  টেস্ট বোলারদের বিশ্ব রাঙ্কিংয়ে শীর্ষস্থান  ফিরে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানে ৬ উইকেট নিয়েছিলেন অশ্বিন।পুরো সিরিজে ২৫টি উইকেট নিয়ে যুগ্ম ভাবে সিরিজ সেরা ক্রিকেটারও হয়েছেন । অলরাউন্ডারদের তালিকায় অশ্বিন রয়েছেন দু’নম্বরে। শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাডেজা।

 

বিবিধ
  • প্রয়াত হলেন বাংলার লিটল ম্যাগাজিন ধারার একজন সৈনিক সন্দীপ দত্ত (৭২)। অবসরপ্রাপ্ত শিক্ষক সন্দীপ ছিলেন লেখক, প্রাবন্ধিক, গ্রন্থাগারিক । লিটল ম্যাগাজিন ছাপা, বিভিন্ন জেলার সমসাময়িক ও পুরনো লিটল ম্যাগাজিন সংগ্রহ ছিল তাঁর নেশা। সেই নেশাতেই বহু লিটল ম্যাগাজিন সংগ্রহ করেছেন। তারপর ১৯৭৮ সালে কলকাতার টেমার লেনে নিজের বাড়িতেই তৈরি করেছিলেন ক্ষুদ্র পত্রিকার গ্রন্থাগার। নাম দিয়েছিলেন ‘কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার’। এখনও বাংলা সাহিত্যের পাঠক ও গবেষকরা তাঁর পাঠাগার থেকে সহায়তা পেয়ে থাকেন।
  • পশ্চিমবঙ্গের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অভিনেতা তথা সাংসদ দেবের হাতে দায়িত্ব তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন সভাগৃহে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন’  সম্মেলনে  ওই দায়িত্ব তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শাহরুখ খানও যে আগের মতো পর্যটনে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকছেন, সে কথাও জানিয়েছেন তিনি।