কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মার্চ ২০২৩

schedule
2023-03-18 | 08:16h
update
2023-03-20 | 08:17h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইরান ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য শুরু হতে চলেছে। নিরাপত্তা বিষয়েও তারা পারষ্পরিক সহযোগিতার পথ নিচ্ছে। তাদের মধ্যস্ততা করছে চিন। দীর্ঘ ৭ বছর তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল।
  • পাকিস্তানের লাহোরে ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছেন তাঁর দল পিটিআই- এর কর্মী, সমর্থকরা। তাঁর বিরুদ্ধে পুলিশ, সেনা নামিয়েও কর্মীদের বাধায় তাঁকে গ্রেপ্তার করতে পারেননি পাক সরকার। আদালত তাঁর গ্রেপ্তারিতে স্থগিতাদেশ না দিলেও নির্দিষ্ট সময়ের জন্য রক্ষাকবচ দিয়েছে। এদিকে ইমরানের দাবি, সরকার তাঁকে হত্যা করতে চায়। তোষাখানা দুর্নীতি ও একজন মহিলা বিচারপতিকে হুমকির মামলা চলছে তাঁর বিরুদ্ধে।
Advertisement

জাতীয়
  • দেশের প্রবীণতম মহিলা পুপিরেই ফুখা প্রয়াত হলেন। ২২১ বছর বয়স হয়েছিল তাঁর। নাগাল্যান্ডের কোহিমায় কিগোয়েমা গ্রামে তিনি থাকতেন। তাঁর সংসারে ৪ জন পুত্রকন্যা, ১৮ জন নাতি নাতনি, ও তাদের পুত্রকন্যা ৫৬ জন রয়েছেন।
খেলা
  • ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন জিয়ানি ইনফান্তিনো। ২০১৬ সাল থেকে তিনি এই পদে রয়েছেন। ২১১টি ফেডারেশনের প্রতিনিধিদলের সভা তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করল। আফ্রিকার রোটান্ডায় ফিফার কংগ্রেসে তিনি পুনর্নির্বাচিত হলেন।
  • দিল্লি ক্যাপিটালস দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে বসানো হল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এর অর্থ, এই ক্লাবের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের শীর্ষ নেতৃত্ব তিনিই।
  • কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ২২ বছর পর তারা পুনরায় এই খেতাব জিতল।
বিবিধ
  • প্যাট্রিক ফ্রেঞ্চ (৫৬) প্রয়াত হলেন। এই ব্রিটিশ লেখক, শিক্ষাবিদ, ইতিহাসবিদের সঙ্গে ভারতের যোগ ছিল নিবিড়। ‘ইন্ডিয়া: আ পোট্রেট’ গ্রন্থটি তাঁর লেখা। সাহিত্যিক ভি এস নাইপলের জীবনী ‘দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াট ইট ইজ’ তাঁর লেখা। ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেরু গোখলে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2024 - 05:00:20
Privacy-Data & cookie usage: