Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ আগস্ট ২০২১

daily current affairs

আন্তর্জাতিক
  • স্বাধীনতা দিবসেও রক্তাক্ত হল আফগানিস্তান। ১০২ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা নিয়ে কোনো কোনো স্থানে পথে বেরিয়েছিলেন মানুষ। কাবুলে এইরকম একটি জমায়েতে তালিবান শাসকদের গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত হলেন। খোস্ত, নাঙ্গারহার, জালালাবাদেও অনুরূপ ঘটনা ঘটেছে। এদিকে সেখানকার শীর্ষ ব্যাংক আফগানিস্তান ব্যাংকের গভর্নর আজমল আহমদি জানিয়েছেন ব্যাংকের সম্পদ লুট করতে পারবে না তালিবান। দেশের বাইরে নিরাপদে রাখা রয়েছে। তিনি নিজেও দেশের বাইরে রয়েছেন। গোটা আফগানিস্থানে কল করতে পারিনি এখনও করতে পারেনি তালিবানরা। সেখানে স্বাধীনতা অটুট রেখেছে নর্দার্ন অ্যালায়েন্স। এরই মধ্যে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করলেন তালিবান শান্তিপূর্ণ।
জাতীয়
  • করোনা প্রতিষেধক এর প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নির্ধারিত সময়ের মধ্যে পাননি এমন মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি। কেন্দ্রীয় সরকার প্রদত্ত তথ্য কোভি শিল্ডের ক্ষেত্রে ৩,৪০,৭২,৯৯৩ জন ও কোভ্যাক্সিনের ক্ষেত্রে ৪৬,৭৮,৪০৬ জন প্রথম ডোজের পর নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজটি পাননি। দেশে এদিন ৩৯১৫৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, তারমধ্যে ২১৪২৭ জনই কেরলের।। কর্নাটক, তামিলনাড়ুতেও সংক্রমণ ঊর্ধমুখী।
  • অসমে ছটি ডিটেনশন সেন্টার রয়েছে। এবার তার নাম বদলে ‘ট্রানজিট ক্যাম্প ফর ডিটেনশন পারপাস’ রাখল অসম সরকার।
বিবিধ
  • উত্তর-পূর্ব ভারতে ডিমাসা ভাষার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র হল ‘সেমখোর’। এখানে অভিনয়ের সূত্রেই টরেন্টো আন্তর্জাতিক মহিলা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন অসমের আইমি বড়ুয়া। অন্যদিকে মুম্বাইয়ের পঙ্কজ ত্রিপাঠী পেলেন ‘ইন্ডিয়ান ফিলম ফেস্টিভাল অফ মেলবোর্ন’ প্রদত্ত ডাইভার্সিটি ইন সিনেমা পুরস্কার।
খেলা
  • কোজিকোড়ে নিজের বাসভবনে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন কোচ ও এম নাম্বিয়ার (৮৯)। বায়ুসেনার প্রাক্তন কর্মী তিনি। নাম্বিয়ার ছিলেন একজন কিংবদন্তি প্রশিক্ষক। পি টি ঊষা সহ বহু সফল অ্যাথলিট তৈরি হয়েছিলেন তাঁর হাতে।
  • কাবুল বিমানবন্দরে ইউএস এয়ার ফোর্স সি ১৭র চাকায় নিজেকে বেঁধে দেশ ছেড়ে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। তার  মধ্যে রয়েছেন আফগান যুব দলের ফুটবলার জাকি আনোয়ারি (১৯)।
Exit mobile version