কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মার্চ ২০২৩

309
0
daily current affairs

আন্তর্জাতিক
  • হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের কারণে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেন যুদ্ধ চলাকালীন সে দেশের শিশুদের বেআইনি ভাবে নির্বাসনে পাঠানোর অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে। আইসিসির সদস্য ১২৩টি দেশের কোনটিতে প্রবেশ করলেই পুতিনকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইসিসির আইনজীবী করিম খান।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রদেশ হিসেবে গর্ভপাতের ওষুধ নিষিদ্ধ করল ওয়াইমোয়িং। ১৯৭৩ সালে আদালতের নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাত আইনি স্বীকৃতি পেয়েছিল। তার ৫০ বছর পর পুনরায় মার্কিন শীর্ষ আদালতের নির্দেশে উল্টো পথে হাঁটা শুরু হয়েছে মার্কিন মুলুকে।
জাতীয়
  • মৈত্রী তেল পাইপলাইনের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুরের মেঘনা পর্যন্ত ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। এই পথে ভারত বছরে ১০ লক্ষ টন হাই স্পিড ডিজেল পাঠাবে । উত্তর বাংলাদেশের ৭ জেলায় তা পাঠানো হবে।
  • দেশে এদিন কোভিড সংক্রমিত হয়েছেন ৮৪১ জন। গত ৪ মাসের মধ্যে তা সবথেকে বেশি।
  • ফসলের ন্যায্য দামের দাবিতে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বই পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন কৃষকরা। পথে অসুস্থ হয়ে এদিন মৃত্যু হল একজন কৃষকের।
  • নাম ‘কাউ সেস’। এই কর বসতে চলেছে হিমাচলে বিক্রি হওয়া প্রত্যেকটি মদের বোতলে। করের পরিমাণ ১০টাকা।
খেলা
  • আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান । এদিন গোয়ায় ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি-কে। নির্ধারিত সময়ের ম্যাচের ফল অমীমাংসিত ছিল (২-২)। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতল মোহনবাগান। তারা এর আগে তিন বার জাতীয় লিগ এবং দু’বার আই লিগ জিতেছিল। তারা জাতীয় লিগ জিতেছিল ১৯৯৮ , ২০০০ এবং ২০০২ সালে। আই লিগ নাম হওয়ার পর ২০১৩, ২০২০-২১ সালে তারা আই লিগ জেতে।
  • এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবথেকে বেশি রানে ম্যাচ জেতায় নিজেদের নতুন রেকর্ড গড়ল। এদিন তারা আয়ারল্যান্ডকে ১৮৩ রানে পরাস্ত করল। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছিল বাংলাদেশ।  আয়ারল্যান্ড ৩০.৫ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায় । এক দিনের ক্রিকেটে রানের ব্যবধানে এটি সব থেকে বড় জয়।
  • অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার মহিলাদের ডাবলসে সেমিফাইনালে হেরে গেল গায়ত্রী গোপীচন্দ ও তৃষা জোলি জুটি।
বিবিধ
  • অনুপস্থিতির কারণে একজন সাংসদকে বহিস্কার করা হল জাপানে। জাপানের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটল। গত বছর জুলাই মাসে জাপানের জনপ্রিয় ইয়টিউবার ইয়োসিকজু হিগাসিতানি ওরফে গ্যাসি জাপানের সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। কিন্তু গত সাত মাসে তিনি একবারের জন্যও সংসদে মুখ দেখাননি।
  • বিহারের জনপ্রিয় ইয়টিউবার মনীশ কাশ্যপকে গ্রেপ্তার করল পুলিশ। তামিলনাড়ুতে বিহারের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, তিনি এইরকম ৩০টি ভুয়ো ভিডিও তৈরি করেছিলেন।