কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মার্চ ২০২৩

374
0
daily current affairs

আন্তর্জাতিক

  • প্যারিসে রাত জেগে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ। গত তিন দিন তিন রাত ধরে তাঁরা অনড় রয়েছেন রাজপথে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিষয়টির সূত্রপাত পেনশন নীতিতে পরিবর্তন করা নিয়ে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ সংসদে কোনও আলোচনা ছাড়াই ওই পরিবর্তন এনেছেন। তারপর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মাত্র একদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করেছিলেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতিরা। এর মধ্যেই নতুন করে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করল পাকিস্তান সরকার। তাঁর দল পিটিআই- এর আরও১৭ জনের বিরুদ্ধেও সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।
  • ভূমিকম্প অনুভূত হল ইকুয়েডরে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮ । অন্তত ১২ জনের প্রাণহানির কথা জানা গেছে।

জাতীয়

  • ভারতে ব্রিটিশ হাইকমিশনের শীর্ষ নেতৃত্বকে ডেকে পাঠাল নয়াদিল্লি । লন্ডনে ভারতীয় হাইকমিশনের দপ্তরে খালিস্তানি সমর্থকরা বিনাবাধায় যেভাবে দেশের পতাকা নামিয়ে জাতীয় পতাকার অবমাননা করেছে তার প্রতিবাদ জানাতে তাঁকে তলব করা হল। এদিকে পাঞ্জাব পুলিশ পাঞ্জাব জুড়ে চারদিন ধরে তল্লাশি চালিয়ে যাচ্ছে খালিস্তানি নেতাদের ধরতে। এখনও পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হলেও খালিস্তানি নেতা অমৃত্পাল সিংকে  ধরা যায়নি। ধৃতদের রাখা হচ্ছে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে।

খেলা

  • চ্যাম্পিয়ন হওয়ার দৌড় অব্যাহত রয়েছে পঙ্কজ আদবানির। দোহায় অনুষ্ঠিত এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে তিনি জয়ী হলেন। এই নিয়ে তিনি মোট ৮ বার এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন খেতাব জিতলেন। পঙ্কজ আদবানি ২৫ বার বিশ্বচ্যাম্পিয়ন খেতাব জিতেছেন।
  • বিশাখাপত্তনমে ভারতকে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০ উইকেটে পরাস্ত করল অস্ট্রেলিয়া। ভারত ২৬ ওভারে ১১৭ রান করে যা ১১ ওভারেই তুলে নেয় অস্ট্রেলিয়া। ৮ ওভার বল করে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন মিচেল স্টার্ক।
  • অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে খেতাব হলেন দক্ষিণ কোরিয়ার আন সে ইউং ।
  • ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওয়েলস টেনিস পুরুষদের ডাবলসে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হলেন ভারতের রোহন বোপান্না। ৪৩ বছর বয়সে এই খেতাব জিতে তিনি প্রবীণতম খেলোয়াড় হিসেবে এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন।

বিবিধ

  • অপরাধীদের মানবাধিকারও তার মৌলিক অধিকার । কেরলে একজন যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত ব্যক্তিকে দুদিনের প্যারোল মঞ্জুর করে এই মন্তব্য করল কেরল হাইকোর্ট।