কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মার্চ ২০২৩

454
0
Yogashree Scheme West Bengal
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এই নিয়ে ষষ্ঠবারের জন্য তারা এই শিরোপা পেল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও আইসল্যান্ড। রাশিয়া ও ইউক্রেনের স্থান যথাক্রমে ৭২ ও ৯২। ভারতের স্থান ১২৬।  ১৫০টি দেশে সমীক্ষা চালিয়ে এই হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ ।
  • ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই রাশিয়া সফরে ক্রেমলিন পৌঁছলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। রাশিয়ার পাশে থাকার বার্তা দিতেই এই সফর বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী অক্ষকেও শক্তিশালী করবে।
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রকেট হামলায় প্রাণ হারালেন ৮ জন। তাঁরা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)-এর নেতা-কর্মী বলে জানা গেছে। তাঁদের মধ্যে আছেন পিটিআইয়ের জেলা চেয়ারম্যান আতিফ জাদুন খান। তবে এই হামলার পিছনে রাজনৈতিক কারণ নয়, ব্যক্তিগত শত্রুতা রয়েছে বলে পুলিশের সন্দেহ।
জাতীয় 
  • এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালানোরঅভিযোগ উঠল খলিস্তানপন্থীদের বিরুদ্ধে। এর আগে লন্ডনের ভারতীয় দূতাবাসেও হামলা চালিয়েছিল খলিস্তানপন্থীরা। লন্ডনের দূতাবাসে ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়। এই ঘটনার পর ভারতের ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করেছে নয়াদিল্লির বিদেশ মন্ত্রক।
  • ভারত সফরে এলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। প্রসঙ্গত, বর্তমানে ভারত জি ২০ গোষ্ঠীর সভাপতি ও জাপান জি ৭ গোষ্ঠীর সভাপতি পদে রয়েছে।

 

 খেলা 
  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও রেকর্ড করল বাংলাদেশ। এদিন তারা ৩৪৯ রান তুলল।  এক দিনের ক্রিকেটে এটাই তাদের সর্বোচ্চ রান। এর আগে সর্বোচ্চ রান ছিল ৩৩৮। সেটাও মাত্র দু’দিন আগে এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই  সিরিজের প্রথম ম্যাচে তুলেছিল বাংলাদেশ। পাশাপাশি এদিন মুশফিকুর রহিম বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে শতরান করার রেকর্ড গড়লেন। এদিন মুশফিকুর রহিম ৬০ বলে অপরাজিত ১০০ রান করলেন । এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম শতরানের নজির ছিল শাকিব আল হাসানের । তিনি ২০০৯ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৩ বলে শতরানের নজির গড়েছিলেন।
  • আইএসএল জিতে ভারতসেরা হওয়ার জন্য মোহনবাগানকে পুরস্কৃত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মোহনবাগান ক্লাব তাঁবুতে যান। মোহনবাগানের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করলেন তিনি।
  • টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে পরাস্ত করল নিউজিল্যান্ড।
 বিবিধ 
  • নাসার এক্সেপশনাল সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট মডেল পেলেন ভারতীয় তথা বাঙালি বিজ্ঞানী শিবাসিস লাহা। এই প্রথম কোনও বাঙালি বিজ্ঞানী এই পদক পেলেন। তিনি ব্ল্যাক হোলের চৌম্বক মেরু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন।
  • প্রতিবন্ধী শিল্পী। নাম সুজিত ভার্গিস। নিবাস কেরলে। তিনি নজর কাড়লেন দুবাইয়ের একটি রাস্তায় জিপিএস ম্যাপ এঁকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, পৃথিবীর বৃহত্তম এই জিপিএস ম্যাপ ৮.৭১ কিমি জুড়ে তৈরি । হুইলচেয়ারে বসে পৃথিবীর সব থেকে বড় এই জিপিএস ম্যাপ এঁকে নতুন রেকর্ড গড়লেন তিনি।