কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মার্চ ২০২৩

schedule
2023-03-23 | 08:07h
update
2023-03-23 | 08:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • প্রবল ভূমিকম্প অনুভূত হল পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তৃত অংশে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫। ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। আফগানিস্তানের পাশাপাশি নেপাল,পাকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান এবং চিনের শিনজিয়াংয়েও জোরালো ভূমিকম্প টের পাওয়া গেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লিতেও। একইসঙ্গে গোটা উত্তর ভারতেই কম্পন টের পাওয়া গেছে।
  • পেনশন নীতিতে পরিবর্তন করার প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ চলছে। কাজ বন্ধ করে দিয়েছেন প্যারিসের সাফাইকর্মীরা। ফরাসি সংসদে অল্পের জন্য আস্থা ভোটে পরাজয় এড়ালেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ।
Advertisement

জাতীয়
  • ফাঁসির পরিবর্তে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিকল্প কোনও পদ্ধতি খুঁজতে বলল সুপ্রিম কোর্ট। সেই পদ্ধতি হবে ‘কম বেদনাদায়ক ও মর্যাদাপূর্ণ’। এই পদ্ধতি খোঁজার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংয়ের বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্যও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে ।
  • কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সংস্থার তৈরি যুদ্ধজাহাজ জলে ভাসানো হল। এটি তুলে দেওয়া হবে ভারতীয় নৌ সেনার হাতে। এর নাম দেওয়া হয়েছে আন্দ্রিত। এই নিয়ে দ্বিতীয় যুদ্ধজাহাজ তৈরি করল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সংস্থা।
  • কেরালা হাইকোর্টের প্রথম রূপান্তরিত আইনজীবীর স্বীকৃতি পেলেন পদ্মা লক্ষ্মী। তাঁর নাম বার কাউন্সিলে তালিকাভুক্ত হয়েছে। কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইজীবী হিসেবে পদ্মা লক্ষ্মীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
 খেলা 
  • দেশে মহিলাদের ক্রিকেটে প্রথমবারের প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে তারা সরাসরি ফাইনালে পৌঁছল। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে মুম্বইকে পিছনে ফেলল দিল্লি।
  • ফ্রান্স ফুটবল দলের অধিনায়ক নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপে।
 বিবিধ
  • কলকাতার নিউটাউনে তৈরি হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ‘নবদিগন্ত ইন্ড্রাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি’ এলাকার ৩৫ লক্ষ বর্গফুট জমিতে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরি হবে।এদিন বিধাননগরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষ ও মার্লিন গ্রুপের মধ্যে এই কাজের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
  • নরওয়েতে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ উপার্জনের রেকর্ড গড়ল। অসীমা ছিব্বর পরিচালিত এই ছবি সপ্তাহান্তে ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা বা ক্রোন সংগ্রহ করেছে।
  • নতুন রেকর্ড গড়ল হিন্দি ছবি ‘পাঠান’ । মুক্তি পাওয়ার ৫১ দিনের মধ্যে এই ছবিটি ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল। চতুর্থ ভারতীয় চলচ্চিত্র হিসেবে এই রেকর্ড গড়ল ‘পাঠান’ ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 16:44:49
Privacy-Data & cookie usage: