কারেন্ট অ্যাফেয়ার্স ২২ মার্চ ২০২৩

281
0
daily current affairs

আন্তর্জাতিক
  • চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের রাশিয়া সফর শেষ হল। এই সফর প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী দুটি দেশ স্বার্থের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। শি জিনপিংয়ের রাশিয়া সফর শুরুর প্রাক্কালে ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছিল চিন। এদিকে এদিনও ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় ৩ জনের প্রাণহানি হয়েছে।
  • এলজিবিটিকিউদের নিয়ে কঠোর অবস্থান নিল উগান্ডা। তাদের সংসদে এদিন একটি বিল পাশ হয়েছে যেখানে বলা হয়েছে যে, কেউ নিজেকে এলজিবিটিকিউ পরিচয় দিলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। আফ্রিকার ৩০টি দেশে এলজিবিটিকিউ সম্পর্ক নিষিদ্ধ।
জাতীয়
  • নীলম উপত্যকায় ছিল শারদা পীঠ ও শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এটি নালন্দা তক্ষশীলার থেকেও প্রাচীন বিশ্ববিদ্যালয়। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার টিটওয়াল গ্রামে সেই মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এদিন ভিডিও কনফারেন্স মাধ্যমে তার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • চলতি বছরের মাঝামাঝি সময়ে ‘চন্দ্রযান ৩’ উৎক্ষেপণ করা হবে ও ভারতের প্রথম সৌর অভিযান ‘আদিত্য এল ১’ চালানো হবে বলে জানালেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ।
  • কলকাতা ও হাওড়ার মধ্যে প্রথমবারের মতো মেট্রো রেল চলবে সামনের ৯ এপ্রিল। এটি মহড়া । এই প্রথম দেশে কোনও নদীর নীচে দিয়ে মেট্রো রেল চলবে।
 খেলা
  • চেন্নাইয়ে একদিনের আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। ফলে একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হল অস্ট্রেলিয়া। ২০১৮-১৯ মরসুমের পর ফের তারা ভারতের মাটিতে একদিনের সিরিজ জয় করল।
  • ইমফলে তিন দেশের ফুটবল প্রতিযোগিতায় ভারত ১-০ গোলে পরাস্ত করল মায়ানমারকে। গোলটি করলেন অনিরুদ্ধ থাপা।
  • আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ভারতের সর্বজ‍্যোৎ সিং সোনার পদক জিতলেন।
 বিবিধ
  • গ্রামারলি সংস্থার সিইও হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাহুল রায়চৌধুরী। ইংরেজি ভাষার বানান ও ব্যাকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোয়গের কাজ করে ওই সংস্থা। রাহুল একজন বাঙালি তথ্য প্রযুক্তিবিদ। তিনি স্ট্যানফোর্ড ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।