জলের তলায় চলতে সক্ষম এমন ড্রোনের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করল উত্তর কোরিয়া। এটি এতটাই শক্তিশালী যে জলের তলায় বহুদূর পাড়ি দিয়ে তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে পারে বলেও দাবি করা হয়েছে। এই পরীক্ষায় একটি ড্রোন উৎক্ষেপণের ৫৯ ঘন্টা পর লক্ষ্যবস্তুতে আঘাত হানল।
সিরিয়ার হাসাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ছাউনিতে জঙ্গি হানায় একজন মার্কিন নাগরিকের মৃত্যু হল। এর পরই মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানের মদতপুষ্ট জঙ্গিদের শিবিরে বিমান হানা চালালো। এতে ১১ জন জঙ্গির মৃত্যু হয়েছে।
জাতীয়
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন লোকসভা সচিবালয় এ কথা জানালো। কর্ণাটকের জনসভায় মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে ২৩ মার্চ সুরাট জেলা আদালত রাহুলকে ২ বছর কারাদণ্ডের শাস্তি দিয়েছিল। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ সাংসদ বা বিধায়ক পদ চলে যাবে।
কানাডার ওন্টারিওতে মহাত্মা গান্ধির একটি মূর্তি বিকৃত করা হল। অভিযোগ খালিস্তানপন্থীদের দিকে।
খেলা
ইউরোর যোগ্যতা অর্জন করার ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে হারিয়ে দিল লিখটেনস্টাইনকে। এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১৯৭ তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন যা একটি রেকর্ড। এদিন তিনি জোড়া গোল করলেন। আন্তর্জাতিক ম্যাচে তাঁর ১২০টি গোল হয়ে গেল যা সর্বোচ্চ। প্রসঙ্গত, বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ হল লিখটেনস্টাইন। ইউরোর যোগ্যতা অর্জন করার ম্যাচে এদিন ইংল্যান্ড ২-১ গোলে হারিয়ে দিল ইতালিকে। ১৯৬১ সালের পর এই প্রথম ইতালির মাটিতে তাদের পরাস্ত করল ইংল্যান্ড। এদিন ইংল্যান্ডের হ্যারি কেন দেশের হয়ে ৫৪তম গোল করে ওয়েন রুনিকে টপকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন।
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়ে দিল পানামাকে। এদিন ফ্রিকিক থেকে গোল করলেন লিওনেল মেসি। এটি তাঁর ৮০০তম গোল।বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এদিন বিশ্বজয় ফের উৎযাপন করল তারা।
মহিলাদের প্রথম আইপিএল প্রতিযোগিতায় প্রথম হ্যাটট্রিক করলেন মুম্বই ইন্ডিয়ান্সের ইসি ওয়াং। ইউপি ওয়ারিয়র্স দলের বিরুদ্ধে। ফাইনালে উঠেছেমুম্বই ইন্ডিয়ান্স।
বিবিধ
প্রয়াত হলেন মুম্বইয়ের চলচ্চিত্র পরিচালক প্রদীপ সরকার। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথম জীবনে বিজ্ঞাপন নির্মাণ করেছেন। ১০০০ এর বেশি বিজ্ঞাপন ছবির পরিচালক ছিলেন তিনি। ‘মর্দানি’, ‘পরিণীতা’, ‘লাগা চুনরি মে দাগ’, লাফাঙ্গে পরিন্দে’, প্রভৃতি বহু ছবির পরিচালক তিনি। বেশ কয়েকটি ওয়েব সিরিজও পরিচালনা করেছিলেন তিনি।
অরুণাচল প্রদেশের আপার সিয়াঙ জেলার সিয়াঙ নদীতে একটি নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেল। এটি একরকম ক্যাট ফিশ। স্থানীয় লোকজন একে বলেন নাগোরং। দেশে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যয়ের সম্মানে এই নতুন প্রজাতির মাছের নাম রাখা হল এক্সসটোমা ধৃতিয়াই।