কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মার্চ ২০২৩

schedule
2023-03-27 | 09:23h
update
2023-03-27 | 09:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি প্রদেশের সিলভার ভ্যালিতে টর্নেডোর দাপটে লন্ডভন্ড হয়ে গেল বিস্তৃত এলাকা। প্রাণহানি হল অন্তত ২৩ জনের। টর্নেডোর গতিবেগ ছিল ঘন্টায় ১৬০ কিলোমিটার।
  • ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি শপথ গ্রহণ করলেন। তিনি লস আঞ্জেলসের প্রাক্তন মেয়র। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস।
জাতীয়
  • এদিন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ১৫৯০ জন। এই সংখ্যা গত ১৪৬ দিনের মধ্যে সর্বোচ্চ।
  • রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পর ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৩) ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কেরলের একজন সমাজকর্মী।
Advertisement

খেলা
  • নয়াদিল্লিতে আয়োজিত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের দুজন প্রতিযোগী জোড়া সোনার পদক জিতলেন। ৪৮ কেজি বিভাগে নীতু ঘাংঘাস ও ৮১ কেজি বিভাগে সুইটি বোরা চ্যাম্পিয়ন হলেন। ষষ্ঠ ও সপ্তম ভারতীয় হিসেবে তাঁরা বিশ্বচ্যাম্পিয়ন হলেন। এর আগে মেরি কম ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। ভারতীয় মহিলাদের মধ্যে সরিতা দেবী, জেননি আর এল, লেখা কেসি, নিখাত জারিন এর আগে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
  • শ্যুটিং বিশ্বকাপ প্রতিযোগিতায় ২৫ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের মনু ভাকের।
  • শারজায় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান ৬ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে। এই প্রথম আফগানিস্তান কোনও আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিল পাকিস্তানকে।
বিবিধ
  • আর্থ আওয়ার পালিত হল বিশ্বজুড়ে। বিশ্বের প্রায় সব শহরেই রাত ৮টা থেকে ৯ টা পর্যন্ত বৈদ্যুতিক আলো বন্ধ রাখার কর্মসূচি পালন করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে ২০০৭ সালে সর্বপ্রথম পালন করা হয় আর্থ আওয়ার। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ধরিত্রীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে এই দিনটি পালন করে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.05.2024 - 02:20:35
Privacy-Data & cookie usage: