বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনার কালো দিন ২৫ মার্চ। ২০১৭ সাল থেকেই এই দিনটিকে ‘বাংলাদেশ গণহত্যা দিবস’ হিসাবে পালন করে আসছে সে দেশের আওয়ামি লিগ পরিচালিত শেখ হাসিনা সরকার। এবছর দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি ‘বিশ্ব গণহত্যা দিবস’ হিসাবে ঘোষণার জন্য রাষ্ট্রসঙ্ঘে দাবি জানাল বাংলাদেশ।প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকেই পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ৯ মাস ধরে তারা ৯০ লক্ষ নরনারীকে হত্যা করেছিল নির্বিচারে।
নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের দরজা শিশুকন্যাদের জন্যও উন্মুক্ত করল আফগানিস্তানের তালিবান সরকার।
পাকিস্তানি সংস্থা পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস – এর পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক দিন পাকিস্তানে মুদ্রাস্ফীতি হয়েছে ৪৮ শতাংশ। ডিজেলের দাম বেড়েছে ১০২.৮৯ শতাংশ । সরকারের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় সাধারণ নির্বাচন সম্পন্ন করা যাচ্ছে না বলে জানানো হয়েছে।
জাতীয়
একসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এর সবগুলো লো অর্থ অর্বিটে পাক খাবে। এই নিয়ে ইসরো মোট ৬১৮টি এই ধরনের কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করল।
মধ্যপ্রদেশের এক ব্যক্তিকে ২৫০ বছর কারাদণ্ডের শাস্তি দিয়েছে সেখানকার নিম্ন আদালত। তাঁর নাম বালাসাহেব ভাপকর। ‘সাইপ্রসাদ গ্রুপ অব কোম্পানিজ’ নামে একটি চিটফান্ড প্রতিষ্ঠান গড়ে ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে৪ হাজার কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
চন্দ্রভাগা নদীর খাত থেকে ৩৫৯ মিটার উঁচুতে জম্মুর বাক্কালে নির্মীয়মান বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর কাজ ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
খেলা
নয়াদিল্লিতে আয়োজিত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এদিনও জোড়া সোনার পদক এল ভারতের ঘরে। এদিন সোনা জিতলেন নিখাত জারিন। ৫০ কিলো বিভাগে সোনা জিতলেন তিনি। পর পর দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন নিখাত। মেরি কমের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা, যিনি একাধিক বার বিশ্ব হলেন। এদিন দ্বিতীয় সোনার পদক জিতলেন লভলিনা বরগোঁহাই। লভলিনা ৭৫ কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হলেন। এবারের প্রতিযোগিতায় ভারতের চতুর্থ সোনা এটি। এবার ভারতের যে যে চার জন প্রতিযোগী ফাইনালে উঠেছিলেন, প্রত্যেকেই সোনা জিতলেন। নিখাত জারিন ও লভলিনা বরগোঁহাই অষ্টম ও নবম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন। এর আগে মেরি কম ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। ভারতীয় মহিলাদের মধ্যে মেরি কম,সরিতা দেবী, জেননি আর এল, লেখা কেসি, নিখাত জারিন ,নীতু ঘাংঘাস ও সুইটি বোরা এর আগে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। ১৭ বছর পর ভারত মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪টি সোনা জিতল। এর আগে ২০০৬ সালে ৪টি সোনা জিতেছিল ভারত। সেবার দেশকে চারটি সোনা এনে দিয়েছিলেন মেরি কম, সরিতা দেবী, আরএল জেনি এবং কেসি লেখা।
বিশ্বকাপ ফুটবল জেতার কারিগর লিওনেল মেসিকে সম্মান জানাতে অভিনব পথ নিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। জাতীয় ফুটবল দলের অনুশীলন যেখানে হয়, তার নাম বদলে মেসির নামে রাখার সিদ্ধান্ত জানালেন সংস্থার সভাপতি ক্লদিয়ো তাপিয়া আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের কাসা দে এজেইজাতে জাতীয় ফুটবল দলের অনুশীলন কেন্দ্রের নাম রাখা হল মেসির নামে।
সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রনকিরেড্ডি জুটি। এদিন ফাইনালে তারা ২১-১৯, ২৪-২২ গেমে হারিয়ে দিল চিনের রেন জিয়াং ইউ ও টান কিয়াং জুটিকে। ।এই মরসুমে প্রথম কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এই ভারতীয় জুটি। এটি তাদের পঞ্চম খেতাব।
মেয়েদের প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে এই ট্রফি জিতল তারা। ছেলেদের আইপিএল পাঁচ বার জিতেছে মুম্বই। সেই জয়ের ধারা উইমেন্স প্রিমিয়ার লিগেও ধরে রাখলেন হরমনপ্রীত কৌররা। দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। তিনি অস্ট্রেলিয়ার হয়ে দু’টি ৫০ ওভারের বিশ্বকাপ এবং পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। যদিও ফাইনালে শেষ হাসি হাসল মুম্বই। এই প্রতিযোগিতায় সব থেকে বেশি রানও করেছেন মেগ ল্যানিং। ৯ ম্যাচে ৩৪৫ রান করেছেন মেগ। সব থেকে বেশি উইকেট নিয়েছেন হিলি ম্যাথিউজ। তিনি ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।
এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও সেই রেকর্ড গড়ল তারা। এদিন সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২৫৮ রান করে। ১৮.৫ ওভারে সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এদিন মোট ৩৮.৫ ওভার খেলা হল এবং ২৩৩ বলে মোট ৫১৭ রান তুলল দুই দল।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-২ গোলে হারিয়ে দিল মরক্কো।
বিবিধ
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রাধান্য পেল ভারতের বিভিন্ন ক্ষেত্রে নারীশক্তির অগ্রগতির চিত্র। এদিন ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৯৯তম অধিবেশন। মৃত্যুর পর অঙ্গদানকে উৎসাহ দিতেও তাৎপর্যপূর্ণ কথা বলেছেন মোদী। তিনি জানিয়েছেন, অঙ্গদানের জন্য ৬৫ বছরের বয়সসীমা তুলে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।