fbpx

কারেন্ট অ্যাফেয়ার্স ২০ আগস্ট ২০২১

456
0
daily current affairs
Courtesy: Business Standard

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে একজন সাংবাদিককে খুঁজতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তারই এক আত্মীয়কে গুলি করে হত্যা করল তালেবান জঙ্গিরা। জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলের হয়ে তিনি জার্মানিতে কর্মরত । গজনি প্রদেশ এলাকায় এক পক্ষকাল আগেই হাজারা সম্প্রদায়ের লোকজনকে নৃশংসভাবে তালিবানরা হত্যা করেছিল । সেই খবর এতদিনে প্রকাশ্যে এল। আফগানিস্তানে আটকে থাকা মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনা হবে বলে জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।
  • পাকিস্তানের বালুচিস্তান এ বন্দর শহর গদরে আত্মঘাতী বিস্ফোরণে ৯ জন চিনা নাগরিকের মৃত্যু হল।
  • মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন ইসমাইল সাবরি ইয়াকুব।
জাতীয়
  • করোনার প্রতিষেধক ‘জাইকোভ ভি’ ব্যবহারের ছাড়পত্র দিল ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ডিসিজি এর বিশেষজ্ঞ কমিটি। এটি ১২ বছর বয়সের ঊর্ধ্বে ব্যক্তিদের ব্যবহার করা যাবে। এটি বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন। জাইডাস ক্যাডিলা তৈরি টিকাটি একান্তই ভারতের। এটি ৩ ডোজর। প্রতি দুডোজের মাঝখানে ২৮ দিনের ব্যবধান রাখতে হয়। সংস্থার দাবি ২৮০০০ স্বেচ্ছাসেবকের ওপর ৬৬.৬ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। কোভিড প্রতিষেধকের কোভিশিল্ড, কোভ্যাকসিন , স্ফুটনিক ভি, মডার্না,জনসন অ্যান্ড জনসনের পর এটি ভারতে অনুমোদন পাওয়া করোনার ষষ্ঠ প্রতিষেধক৷
বিবিধ
  • ভুবনেশ্বর এমস এর একদল গবেষক কানিংহামেল্লা গোত্রের নতুন প্রজাতির একটি ছত্রাক আবিষ্কার করেছেন। এ দেশে ছত্রাক সংক্রান্ত বিদ্যার জনক চিকিৎসক অরুণালোক চক্রবর্তীর নামে তার নাম রাখা হল কানিংহামেল্লা অরুণালোক।
খেলা
  • গোষ্ঠ পালের ১২৫ তম জন্মদিবস পালিত হল ময়দানে। তার মূর্তিতে মাল্যদান করা হল।
  • সচিন তেন্ডুলকরকে  নিয়ে সাক্ষাৎকার প্রসঙ্গে মুথাইয়া মুরালিধরন জানালেন তাঁর বলে ১৩  বার আউট হয়েছিলেন শচীন।
error: Content is protected !!