কারেন্ট অ্যাফেয়ার্স ২ এপ্রিল ২০২৩

306
0
daily current affairs

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি, আরকানসাস, আলবামা, টেনেসি প্রদেশে গত কয়েকদিনে অন্তত ৫০টি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বলে জানা গেছে। এতে ২৭ জনের প্রাণহানি হয়েছে। মিসিসিপিতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মিসিসিপির রোলিং ফর্ক শহর পরিদর্শনে গিয়ে শহরের নাম ভুল বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একাধিক বার রোলিং স্টোন বলে শহরের নাম অভিহিত করেন।
  • ‘হট এয়ার’ বেলুনে আগুন লেগে মৃত্যু হল ৩ জন পর্যটকের। মেক্সিকো শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পুরাতত্ত্ব স্থল টিয়োটিহুয়াকানে এই দুর্ঘটনা ঘটেছে। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই একটি ‘হট এয়ার’ বেলুনের গন্ডোলায় আচমকাই আগুন ধরে যায় বলে জানা গেছে।
জাতীয়
  • তিন দিনের ভারত সফরে এলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এদিনই তাঁর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি ডোকালম নিয়ে চিনের দিকে ঝোল টেনে কথা বলেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, যা ভারতের অস্বস্তি বাড়িয়েছে।
  • ২০০২ সালের গোধরা পরবর্তী মামলায় অভিযুক্ত ২৬ জনকে রেহাই দিল গুজরাটের নিম্ন আদালত। সাক্ষ্মীদের বয়ানে অসঙ্গতি ও অন্যান্য তথ্যপ্রমাণ দেখে তাদের রেহাই দিলেন পঞ্চমহল জেলার হালোলের অতিরিক্ত দায়রা বিচারক লীলাবাই চূড়াসমা। ওই মামলায় অভিযুক্ত৩৯ জনের মধ্যে বাকি ১৩ জনের আগেই মৃত্যু হয়েছে।
খেলা
  • ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি চরিত্র সেলিম দুরানি (৮৮) প্রয়াত হলেন। জন্ম আফগানিস্তানে কিন্তু ভারতের জাতীয় ক্রিকেট দলে খেলেছেন এমন একমাত্র ক্রিকেটার ছিলেন তিনি। দেশের হয়ে ২৯টি টেস্টে তাঁর ছিল একটি শতরানসহ ১২০২ রান। বাঁ হাতি স্পিনার ছিলেন। পেয়েছেন ৭৫ রান।  ৩ বার টেস্টে ৫ উইকেট, এক বার ১০ উইকেট পেয়েছিলেন। দর্শকদের প্রিয়পাত্র ছিলেন বলে তাঁকে বলা হত পিপলস ম্যান। জীবনে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাও নায়ক চরিত্রে। ছবির নাম ‘চরিত্র’ । সেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন পারভিন ববি।
  • আইপিএলে অধিনায়ক হিসাবে ২০০টি ম্যাচ খেললেন রোহিত শর্মা। দ্বিতীয় অধিনায়ক হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত। ২০১৩ সাল থেকে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। পাঁচ বার ট্রফি জিতেছেন। তিনিই আইপিএলের সফলতম অধিনায়ক। ম্যাচে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংহ ধোনির এই কৃতিত্ব সর্বোচ্চ। ধোনি আইপিএলে ৩০৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।অন্যদিকে ভারতীয় দলকে এখনও পর্যন্ত ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৩০০টি ম্যাচ খেললেন রোহিত। এ ক্ষেত্রে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। প্রথমে রয়েছেন ধোনি। দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি।
  • মাদ্রিদ ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে হেরে গেলেন পি ভি সিন্ধু। ফাইনালে ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিস্কা তানজুংয়ের কাছে ৮-২১, ৮-২১ গেমে হেরে গেলেন তিনি।
বিবিধ
  • আফগানিস্তানে মহিলাদের দ্বারা পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দিল তালিবান শাসকরা। বস্তুত বর্তমানে এটাই ছিল আফগানিস্তানে মহিলাদের দ্বারা পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। নাম ‘সাদাই বানোয়ান’, যার অর্থ নারীকণ্ঠ। বাদাখস্তান প্রদেশের এই রেডিও স্টেশনটির বিরুদ্ধে অভিযোগ, তারা রমজান মাসে গান বাজিয়েছে। যদিও রেডিও স্টেশনটির দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। ১০ বছরের পুরনো রেডিও স্টেশনটিতে ৬ জন মহিলা কাজ করতেন।
  • সরকারি কাজে ইংরেজি বা কোনও বিদেশি ভাষা ব্যবহার করলে জরিমানা আদায় করা হবে। এক লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। এই মর্মে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইতালির শাসক দল ‘ব্রাদার্স অব ইতালি’।