মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হল। নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টহাউসের গ্র্যান্ড জুড়ি আগেই ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন। এদিন আত্মসমর্পণ করলেও তাঁকে অবশ্য কারাগারে পাঠানো হয়নি। শুনানির পরই ফিরে যান তিনি। একজন পর্ন অভিনেত্রীকে ঘুষ দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে প্রভাবিত করা প্রভৃতি ৩৪টি অভিযোগে বিচার শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতির বিরুদ্ধে। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও রাষ্ট্রপতি গ্রেপ্তার হলেন।
ডলারের সাপেক্ষে তলানিতে ঠেকল পাকিস্তানি টাকার (রুপি) দর। এর আগে কখনও পাক মুদ্রার দর এত নীচে নামেনি। সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার এক ধাক্কায় ২ টাকা ৮২ পয়সা কমে পাকিস্তানি টাকায় এক ডলারের দর দাঁড়ায় ২৮৭টাকা ২৯ পয়সা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায় পাকিস্তানের অর্থনীতির উপর আরও চাপ পড়তে পারে। আর্থিক সঙ্কট মোকাবিলার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-এর দ্বারস্থ হয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
জাতীয়
অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম নিজেদের মতো করে বদলে দিল চিন। এই সব এলাকা দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করল তারা। চিন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস -এর সংবাদ থেকে এই বিষয়টি জানা গেছে। এর মধ্যে দু’টি আবাসিক এলাকাও দু’টি নদীও রয়েছে। এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসেও অরুণাচলের ১৫টি স্থানের নাম পরিবর্তন করেছিল চিন। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘ভারত চিনের দাবি খারিজ করছে। এটা প্রথম নয়। এর আগেও চীন বহুবার এই ঘটনা ঘটিয়েছে। অরুণাচল প্রদেশ সবসময় ভারতের অংশ ছিল ও থাকবে।’
ভারত সফরে এসে ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রসঙ্গত, ৩ এপ্রিল ৩ দিনের ভারত সফরে নয়াদিল্লি এসে পৌঁছন ভুটানের রাজা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সিকিমের১৫ মাইল এলাকায় তুষার ধসে ৭ জন পর্যটকের মৃত্যু হল। সিকিমে এই প্রথম তুষার ধসে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটল।
খেলা
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বিখ্যাত অ্যাশেজ সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন ভারতের নীতিন মেনন। আইসিসির এলিট প্যানেলে নাম রয়েছে তাঁর। বস্তুত নীতিন মেনন হলেন বর্তমানে এই সম্মানজনক তালিকায় নাম থাকা একমাত্র ভারতীয় আম্পায়ার। টেস্ট ক্রিকেটে আসন্ন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সিরিজের তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন মেনন।
নিষিদ্ধ মাদক নেওয়ার দায়ে সঞ্জিতা চানুকে ৪ বছরের জন্য নির্বাসিত করল নাডা। কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি।
বিবিধ
নতুন ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৩ শতাংশে হতে পারে বলে ইঙ্গিত দিল বিশ্ব ব্যাঙ্ক। এর আগে এই হার ৬.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। বিশ্ব ব্যাঙ্কের এই রিপোর্টে দাবি করা হয়েছে, চিন ও ভারতের অর্থনীতিই এশিয়ার বৃদ্ধির হার এগিয়ে নিয়ে যাবে।
জিআই ট্যাগ পেল বারাণসীর চার রকম জিনিস। এরমধ্যে রয়েছে বারাণসীর পান ও ল্যাংড়া আম। ৩১ মার্চ আম ও পান নয়, বারাণসীর বিশেষ বেগুন( রামনগর) ও বিশেষ চালও পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ।
বদলে গেল টুইটারের লোগো। নীল পাখির বদলে এল কুকুরের মুখ। এই লোগোর নাম ডোজকয়েন। ১৭ বছর ধরে টুইটারের লোগো ছিল নীল পাখি।