কারেন্ট অ্যাফেয়ার্স ৫ এপ্রিল ২০২৩

285
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের বর্তমান স্ত্রী ক্যামিলা পার্কার ব্রিটেনের রানি উপাধি পাচ্ছেন। ৬ মে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের দিনই তিনি ওই উপাধি পাবেন বলে জানা গেছে। ব্রিটেনের রাজকুমার চার্লসের সঙ্গে বিয়ের ১৮ বছর পর তিনি এই পদ পাবেন। এতদিন তিনি কুইন কনসর্ট উপাধি ব্যবহার করতেন। এদিন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের নামাঙ্কিত একটি ডাকটিকিট প্রকাশিত হয়েছে। এদিনই প্রকাশ্যে এসেছে রাজা পদে অভিষেক অনুষ্ঠানের জন্য রাজবাড়ির আমন্ত্রণ পত্র। তাতে ছাপা হয়েছে গ্রিন ম্যানের ছবি। ব্রিটিশ লোককাহিনীতে বসন্ত ও উর্বরতার প্রতীক হল গ্রিন ম্যান।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মানহানি মামলায় হেরে গেলেন পর্ন তারকা অভিনেত্রী স্টর্মী ড্যানিয়েল। উল্টে তাঁকে ১ লক্ষ ২১ হাজার ডলার জরিমানা করেছে ক্যালিফোর্নিয়ার আদালত। প্রসঙ্গত, পর্ন তারকা অভিনেত্রী স্টর্মী ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগ নিয়ে বস্তুত রাষ্ট্রপতি নির্বাচন প্রভাবিত করার মামলা দায়ের হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা এটি।
জাতীয়
  • অরুণাচল প্রদেশ তাদের ‘সার্বভৌম অধিকার’ -এর মধ্যে পড়ে বলে দাবি করল চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এদিন এই দাবি করেছেন। তিনি অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ নামে অভিহিত করেছেন। গত দিনই চিন অরুণাচল প্রদেশের ১৫ টি স্থানের নাম পরিবর্তন করেছিল। তাদের দাবি, এটি দক্ষিণ তিব্বতের অংশ। ভারত কড়া সমালোচনার সঙ্গে এই দাবি খারিজ করে দিয়েছে।
  • সরকারি নীতির সমালোচনা করলেই জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় না। এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। মালয়ালম সংবাদ চ্যানেল ‘মিডিয়া ওয়ান’ এর লাইসেন্স পুনর্নবীকরণ করেনি কেন্দ্রীয় সরকার। ওই চ্যানেল চালু করতে বলেছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে এদিন সিবিআই বা ইডির অভিযান থেকে রক্ষাকবচ পাওয়ার জন্য দেশের ১৪টি বিরোধী দল আবেদন জানিয়েছিল। সুপ্রিম কোর্ট সেখানে বলে যে, রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের তুলনায় কোনও অতিরিক্ত রক্ষাকবচ পেতে পারেন না। এরপর মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়।
 খেলা
  • ভারতের দুই জনপ্রিয় মহিলা ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দিয়ে সম্মানিত করল মেলবোর্ন ক্রিকেট ক্লাব । তাঁরা হলেন ঝুলন গোস্বামী ও মিতালি রাজ।
  • প্রাক্তন ক্রিকেটার সুধীর নায়েক (৭৮) প্রয়াত হলেন। ১৯৭০-৭১ সালে রঞ্জি ট্রফি জয়ী মুম্বই দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন।
 বিবিধ
  • দিঘায় তিনটি সমুদ্র সৈকতের নতুন নামকরণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা হল সূর্য সাগর, ভোর সাগর ও ঢেউ সাগর।
  • সোনার দাম বাড়তে বাড়তে নতুন রেকর্ড গড়ল। এদিন কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম হয়েছে ৬১,১৫০ টাকা, জিএসটি সমেত ৬৩২৯৩ টাকা। এদিন বিশ্ববাজারেও সোনার দাম বেড়েছে।