কারেন্ট অ্যাফেয়ার্স ৬ এপ্রিল ২০২৩

305
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • তিন দিনের চিন সফরে গেলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লোয়েন এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন। তাঁরা বৈঠক করলেন চিনের রাষ্ট্রপতি জি শিঙফিংয়ের সঙ্গে । রাশিয়া – ইউক্রেন যুদ্ধ বন্ধে চিনকে উদ্যোগী হতে অনুরোধ করেন তিনি।
  • ভারতের তীব্র প্রতিবাদ উপেক্ষা করে চিন পুনরায় দাবি করল, অরুণাচল প্রদেশ তাদের দেশের অংশ। ভারতের কড়া প্রতিক্রিয়ার পরও অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্তে অনড় থাকার বার্তা দিল তারা।  অরুণাচলকে ‘সার্বভৌম চিনের অংশ’ বলে চিহ্নিত করেছে শি জিনপিং সরকার। বুধবার চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং দাবি করলেন, ‘জাংনান দক্ষিণ তিব্বতের অংশ।’ প্রসঙ্গত, অরুণাচল প্রদেশকে চিন এই নাম দিয়েছে।
  • ৯ মাসে ৬০০ কোটি টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতুর। গত বছরের জুন মাসে উদ্বোধনের পর এপর্যন্ত পদ্মা সেতুতে বাংলাদেশি মুদ্রায় মোট ৬০৩ কোটি ৭৬ লক্ষ টাকা টোল আদায়  হয়েছে বলে জানালেন সে দেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
  • কানাডায় পুনরায় আক্রান্ত হল একটি হিন্দু মন্দির। ভারত বিরোধী স্লোগান লেখা হয়েছে সেখানে। ঘটনাস্থল কানাডার উইনসর। এই ঘটনার প্রতিবাদ করেছে ভারত।
 জাতীয়
  • দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এদিন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫,৩৩৫ জন। একদিনে এই সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৯৫ দিন পর দৈনিক সংক্রমণ ৫ হাজার অতিক্রম করল। দিল্লি ও  মহারাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । এদিন মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ৮০৩, দিল্লিতে তা ৬০৬ জন।
  • নরবলির ঘটনায় ২ জন সাধু, এক জন তান্ত্রিকসহ ৫ জনকে গ্রেপ্তার করল অসমের পুলিশ। ২০১৯ সালের ১৯ জুন তারিখে কামাখ্যায় পশ্চিমবঙ্গের এক জন মহিলাকে বলি দেওয়া হয়েছিল। দীর্ঘ তদন্তের পর সম্প্রতি পুলিশ তাঁর পরিচয় জানতে পেরেছে।
 খেলা
  • কোপা দেল রে প্রতিযোগিতার ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে বার্সেলোনার বিরুদ্ধে তারা জিতল ৪-০ গোলে। হ্যাটট্রিক করলেন করিম বেঞ্জেমা।১৯৬৩-তে ক্যাম্প ন্যুতে ৫-১ গোলে জিতেছিল রিয়াল। তার পর থেকে এই মাঠে চার গোলের ব্যবধানে জিততে পারেনি তারা। কোপা দেল রে প্রতিযোগিতায় ৩১বার ট্রফি জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ  ১৯বার এই ট্রফি জিতেছে। আগামী ৬ মে  ফাইনালে ওসাসুনার বিরুদ্ধে খেলবে রিয়াল।
  • ফিফা বিশ্ব ফুটবল রাঙ্কিংয়ে ক্রমতালিকার শীর্ষে উঠল আর্জেন্টিনা। ৬ বছর পরে আবার বিশ্ব ফুটবলের শীর্ষ স্থান পেল তারা।তাদের পয়েন্ট ১৮৪০.৯৩। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। তারা টপকে গিয়েছে ব্রাজিলকে। ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪৫। তৃতীয় স্থানে নেমে গেছে ব্রাজিল। তাদের পয়েন্ট ১৮৩৪.২১।৫ ধাপ উঠে ভারত পেল ১০১ তম স্থান।
 বিবিধ
  • বেসরকারি উপদেষ্টা সংস্থা ‘অক্সফাম ইন্ডিয়া’র বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে বলে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক এই উপদেষ্টা সংস্থার বিরুদ্ধে এর আগে বিদেশি অনুদান সংক্রান্ত আইন ভাঙার অভিযোগ উঠেছিল। আগেই এই সংস্থায় তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দফতর। এ বার তদন্তভার তুলে দেওয়া হল সিবিআইয়ের উপর। অক্সফামে গত বছর সেপ্টেম্বর মাসে তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। এছাড়াও বাতিল হয়েছিল ‘অক্সফাম ইন্ডিয়া’র বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্সও।