কারেন্ট অ্যাফেয়ার্স ৭ এপ্রিল ২০২৩

schedule
2023-04-08 | 09:11h
update
2023-04-13 | 09:19h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক 
  • ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এখন গা সওয়া হয়ে গেছে পাকিস্তানে। এরইমধ্যে পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক ঘোষণা করলেন, পাইপ লাইনে রান্নার গ্যাস সরবরাহে লাগাম টানা হবে। ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ করা হবে না। রমজান মাস চলার সময় এই ঘোষণায় বিপাকে পড়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ। করাচিতে ভারী ও মাঝারি শিল্প উৎপাদনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাঁড়ার পড়তির দিকে। মুদ্রাস্ফীতি গত ৫০ বছরে সর্বোচ্চ। পাকিস্তানের মুদ্রার দ্র ডলারের নিরিখে সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে।
  • আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দায় পরোক্ষে বিগত ট্রাম্প সরকারের দিকে ঠেলে দিল বর্তমানের জো বাইডেন প্রশাসন।। এদিন হোয়াইট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের কাছে দাবি করলেন, বিগত সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও কিছু ক্ষেত্রে ভুল পদক্ষেপের  কারণেই আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে মার্কিন সেনাকে। ভুল পদক্ষেপে বলতে ট্রাম্প সরকারের ভ্রান্ত নীতিকেই উল্লেখ করলেন জন কিরবি । তাঁর দাবি, ট্রাম্পের ভ্রান্ত নীতিই  আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি এবং নিয়ন্ত্রণকে দুর্বল করেছিল।
জাতীয়
  • ভারত সফরে এলেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী পার্ক জিন। এদিন তিনি বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাংবাদিকদের সঙ্গে হিন্দিতে কথা বলে চমকে দিয়েছেন জিন।
  • ভারতে উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। রোজই বৃদ্ধি পাচ্ছে দৈনিক সংক্রমণ। এদিন দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ৬ হাজরের সীমানা। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার। সংক্রমণ মোকাবিলায় রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। জোর দিতে বলা হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়েও। আগামী ১০ এবং ১১ এপ্রিল দেশের সমস্ত হাসপাতালে মক ড্রিল (মহড়া) করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়া।
  • মানহানির মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের জেলের সাজা শুনিয়েছিলেন গুজরাটের একটি নিম্ন আদালতের বিচারক। পরিণতিতে তাঁর জিভ কেটে নেওয়ার হুমকি দিলেন এক কংগ্রেস নেতা। তামিলনাড়়ুর একটি জেলার ওই কংগ্রেস সভাপতি মানিকান্দনের বিরুদ্ধে মামলাও শুরু হয়েছে।
  • মধ্যপ্রদেশে ডাকাতরা হামলা চালালো থানায়। বুরহানপুর জেলার নিপানগর থানায় গভীর রাতে একটি থানায় অস্ত্র নিয়ে হামলা চালায় ৬০ জন ডাকাত।  থানায় বন্দি এক মহিলা ডাকাত এবং অন্যান্য সঙ্গীসাথীদের নিয়ে পালাল পালালো তারা।  এই হামলায় আহত হয়েছেন থানায় কর্তব্যরত ৪ পুলিশকর্মী।
Advertisement

 খেলা
  • মীরপুরে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। সেই সঙ্গে একটি অসামান্য রেকর্ড গড়লেন  শাকিব আল হাসানরা। প্রথম দেশ হিসাবে অন্য ১১টি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধেই খেলে ফেলল বাংলাদেশ।
  • এদিন একটি অভূতপূর্ব ঘটনা ঘটল বাংলাদেশের মীরপুরে। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট শেষ হওয়ার পর টেস্টের অন্যতম আম্পায়ার আলিম দারকে গার্ড অব আনার দিল দুদলের ক্রিকেটাররা। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার পদ থেকে এদিনই অবসর নিলেন পাকিস্তানের আলিম দার। গত ১৯ বছর ধরে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য ছিলেন দার।  ১৪৫টি টেস্ট, ২২৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৬৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলিয়েছেন তিনি। এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার নজির অন্য কোনও আম্পায়ায়ের নেই।
  • মহেন্দ্র সিংহ ধোনিকে শুক্রবার বিশেষ ভাবে সম্মানিত করল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখে সম্মানিত করা হল সে বারের অধিনায়ককে।
  • এতদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল পলি উমরিগড় এবং বিজয় মাকঁড়ের নামে গেট। সেখানে স্ট্যান্ড রয়েছে বিজয় মার্চেন্ট, সুনীল গাভাসকর এবং শচীন তেন্ডুলকরের নামে। এ বার সেখানে যোগ হল মাহেন্দ্র সিং ধোনির নাম। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৩৩ হাজার দর্শকাসনের মধ্যে ঠিক পাঁচটি আসন ধোনির নামাঙ্কিত করা হল। ২০১১ সালে শ্রীলঙ্কাকে ধোনির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যাচের শেষ বলে ছয় মেরে ভারতকে জিতিয়েছিলেন ধোনি। সেই বল উড়ে গিয়ে পড়েছিল গ্যালারির যে অংশে  মুম্বইয়ের ক্রিকেট কর্তারা চিহ্নিত করেছেন গ্যালারির সেই অংশকে। সেখানকার পাঁচটি আসন ধোনির নামাঙ্কিত করা হল। এদিন তার উদ্বোধন করলেন ধোনি স্বয়ং।
বিবিধ 
  • বাংলায় গত অর্ধশতক ধরে যে কোনো ধরনের কুসংস্কারের বিরুদ্ধে পথে নেমে লড়াই করেছেন তিনি। সেই প্রবীর ঘোষ এদিন দমদমে ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন। সামাজিক বা ধর্মীয় কুসংস্কার প্রতিরোধে লড়াইয়ের জন্যই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’। প্রবীর ঘোষ এই লড়াইয়ের জন্য লিখেছিলেন বিজ্ঞানবিষয়ক একাধিক গ্রন্থ। তারমধ্যে ৫ খণ্ডের ‘অলৌকিক নয়, লৌকিক’ বইটি আজও সমান জনপ্রিয়। কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ১৯৯৯ সালে ব্যাঙ্কের চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন তিনি। ছাত্রজীবন থেকে এই লক্ষ্য নিয়েই পত্রিকা প্রকাশ করতেন তিনি।
  • বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে ভারতের শাহরুখ খানকে নির্বাচিত করল টাইম পত্রিকা। বিশ্ব বিখ্যাত পত্রিকাটির বার্ষিক প্রভাবশালীদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন হিন্দি ছবির বাদশা। ২০২৩ সালের টাইম-১০০ রিডার পোল-এ তিনি ছাপিয়ে গেছেন লিওনেল মেসিকেও। মেসি রয়েছেন পঞ্চম স্থানে।এই তালিকায়দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলারা। তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা। এই তালিকায় নাম রয়েছে সেরিনা উইলিয়ামস, মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, লুলা ডি সিলভার মতো ব্যক্তিদের।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2024 - 09:30:02
Privacy-Data & cookie usage: