কারেন্ট অ্যাফেয়ার্স ৮ এপ্রিল ২০২৩

299
0
daily current affairs

আন্তর্জাতিক
  • রাশিয়ায় একজন মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করার ঘটনার তীব্র নিন্দা করল হোয়াইট হাউস। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্সকোভিচ রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগে। রাশিয়ার দাবি তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে হাতেনাতে ধরা হয়েছে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, তিনি নিছকই একজন সাংবাদিক। তারা মন্তব্য করেছে, ‘সাংবাদিকতা কোনও অপরাধ নয়।’ এবার ঘটনার প্রতিবাদে মুখ খুলল হোয়াইট হাউসও। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই ইভান গার্সকোভিচকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
  • রাজনৈতিক অস্থিরতা, ৫ দশকে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি, সরকারের স্থায়িত্বের অভাব, ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের কারণে পাকিস্তান সমস্যায়। তাদের উদ্বেগের কারণ ধরা পড়েছে ‘ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস’ (ইউএসআইপি) এর একটি রিপোর্টে। ওই রিপোর্টে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে বিপুল বিদেশি ঋণ নিয়ে। ইউএসআইপি রিপোর্ট অনুযায়ী, আগামী তিন বছরে ঋণে পাকিস্তানকে চিন ও সৌদি আরবকে বিশাল অঙ্কের ঋণ শোধ করতে হবে।২০২৬ সালের জুন মাসের মধ্যে ৭৭.৫ বিলিয়ন ডলার,পাকিস্তানি মুদ্রায় প্রায় দু’হাজার ২০০ কোটির ঋণ পরিশোধ করতে হবে চিন এবং সৌদি আরবকে।
জাতীয়
  • ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সাংবিধানিক প্রধান হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত সশস্ত্র বাহিনীরও প্রধান। এদিন তিনি যুদ্ধবিমান চড়ে সেনাকর্মীদের পাশে থাকার বার্তা দিলেন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটিলের পর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে তিনি যুদ্ধবিমানে সওয়ার হলেন। তিনদিনের অসম সফরে গিয়ে এদিন তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে একটি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানের ককপিটে আধ ঘণ্টা সময় থাকলেন। ১০৬ স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার বিমানটি চালান। মাটি থেকে ২০০০ ফুট উচ্চতায়  ঘন্টায় ৮০০ কিলোমিটার গতিবেগে রাষ্ট্রপতিকে নিয়ে ২৩ মিনিট ওড়ে বিমানটি। এদিন গৌহাটি হাইকোর্টের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করলেন রাষ্ট্রপতি। এছাড়াও তিনি কাজিরাঙা গজ মহোৎসবেরও সূচনা করেছেন তিনি।
খেলা
  • ভারতের প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় প্রিয়াংশু রাজাওয়াত অরিয় মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে পৌঁছলেন।
  • ভারতের জাতীয় দলের ক্রিকেটার চেতেশ্বর পূজারা আইপিএল খেলছেন না। তিনি যোগ দিয়েছেন কাউন্টি ক্রিকেটে। সেখানে সাসেক্স দলের অধিনায়ক হিসেবে খেলছেন তিনি। এদিন সাসেক্সের হয়ে ডারহ্যাম দলের বিরুদ্ধে শতরান (১১৫) করলেন তিনি। ২৪৬ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৭টি শতরান করলেন পূজারা।
 বিবিধ
  • চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৩০ সালে চালু হয়েছিল চেন্নাই বিমানবন্দর।  নতুন টার্মিনালের আয়তন ২,২০,৯৭২ বর্গ মিটার। এমনিতেই দেশের ষষ্ঠ ব্যস্ত বিমানবন্দর চেন্নাই। নতুন টার্মিনালের উদ্বোধন হওয়ার পর এখানে ঘন্টায় ৪৫টি বিমান ওঠা নামা করতে পারবে। নতুন টার্মিনালের জন্য ব্যয় হয়েছে ১২৬০ কোটি টাকা।