কারেন্ট অ্যাফেয়ার্স ৯ এপ্রিল ২০২৩

schedule
2023-04-10 | 10:21h
update
2023-04-13 | 10:27h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইরানে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পোশাক নীতি অমান্য করেছেন মহিলারা। কখনও হিজাব পরার বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন হিজাব না পরে আবার কখনও নিজেরাই পথে বেরচ্ছেন হিজাব ছাড়া। এদিকে ইরানের নীতি পুলিশ ঘোষণা করেছে, ইরানের প্রান্তে প্রান্তে রাস্তার মোড়ে ক্যামেরা লাগানো হবে।ক্যামেরায় নিরন্তর নজরদারির মাধ্যমে  চিহ্নিত করা হবে যে কোন মহিলারা হিজাব ছাড়া রাস্তায় বেরোচ্ছেন।  এরপর তাঁদের শাস্তি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে প্রশাসন।প্রসঙ্গত, গত বছরের ১৬ সেপ্টেম্বর  ২২ বছর বয়সি তরুণী মাহশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল। অভিযোগ, হিজাব না পরায় পুলিশ তাঁকে আটক করে তাঁর ওপর নির্যাতন চালায়। পুলিশের হেফাজতেই  মাহশার মৃত্যু হয়। এই একটি মৃত্যু ইরানে তোলপাড় ফেলে দিয়েছিল। ওই ঘটনার পর থেকেই ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে।
জাতীয়
  • গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা যখন তীব্র হয় তখন সরকারি দপ্তর বন্ধ রেখে বিদ্যুতের বিল সাশ্রয়ের পথ নিল পাঞ্জাব সরকার। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করে জানিয়েছেন, ২ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত, গ্রীষ্ম কালের সময়ে পঞ্জাবে সরকারি দপত্রগুলিতে কাজকর্মের  সময় সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টো। ওই সময়ের মধ্যেই সরকারি অফিসগুলিতে যাবতীয় পরিষেবা মিলবে। বিদ্যুৎ দপ্তরের তথ্য, গ্রীষ্মকালে বিদ্যুতের খরচ সবথেকে বেশি হয় দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
  • দেশে করোনা ভাইরাস সংক্রমণ ক্রমশ বাড়ছে। এদিন দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হয়েছে ৩২৮১৪। এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩৫৬ জন। এই পরিস্থিতিতে সংক্রমণের হার বৃদ্ধি দেখে ১০০ জনের ভিড় যুক্ত এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল হরিয়ানা ও পুদুচেরী সরকার। কেরল সরকার বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী মহিলাদের মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল। হাসপাতালে ভর্তি হওয়ার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশ সরকার।
  • মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হল নিকোবর দ্বীপ এলাকায়। এদিন বিকেল ৪টে ১ মিনিট নাগাদ ওই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৫.৩। এই তথ্য প্রকাশ করেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
Advertisement

খেলা
  • জীবনের প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন ভারতের ২১ বছর বয়সী প্রিয়াংশু রাজাওয়াত। ফ্রান্সে আয়োজিত ব্যাডমিন্টনের সুপার ৩০০পর্বের প্রতিযোগিতা অলেয়ঁ মাস্টার্স -এ চ্যাম্পিয়ন হলেন তিনি। ফাইনালে তিনি ডেনমার্কের ম্যাগনাস জোহানসেনকে ২৫-২১, ১৯-২১, ২১-১৬ গেমে হারালেন।
  • আইপিএলের কোনও ম্যাচে শেষ ওভারে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল এম এস ধোনির দখলে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি করেছিলেন ২৪ রান। এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলেন কলকাতার ( কেকেআরের) রিঙ্কু সিং। গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু তুলেছেন ৩০ রান। যশ দয়ালের শেষ পাঁচটি বলেই ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।
  • প্যারিস সা জা-এর হয়ে গোল করলেন লিওনেল মেসি। ইউরোপিয়ান সার্কিটে ৭০২টি গোল হয়ে গেল তাঁর। তিনি টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড।
বিবিধ
  • একইদিনে কর্নাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প ও তামিলনাড়ুর মুদুমালাইয়ের হস্তি পরিদর্শন প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রী কর্নাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প ঘুরে দেখলেন। প্রধানমন্ত্রী এদিন ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স’ এর সূচনা করলেন। ১৯৭৩ সালে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির উদ্যোগে যে ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয়েছিল তার ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করলেন তিনি। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে চলা বাঘসুমারির তথ্য প্রকাশ করলেন। তিনি জানিয়েছেন, দেশে বাঘের সংখ্যা বেড়েছে ৬.৭৪ শতাংশ হারে। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,১৬৭। ২০১৮ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ২,৯৬৭। ২০০৬ সালে দেশে ১,৪১১টি বাঘ অবশিষ্ট ছিল। ২০১০ সালে তা বেড়ে হয় ১,৭০৬টি। ২০০৬-এর সঙ্গে তুলনা করলে  ১২৪.৪৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। অন্যদিকে ২০০৬ সালে ভারতে ২৮টি ব্যাঘ্রপ্রকল্প ছিল, এখন যা বেড়ে হয়েছে ৫১টি। দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে, সেখানে ৫২৬টি বাঘ আছে। ২০১৪ সালে ওই রাজ্যে মোট বাঘের সংখ্যা ছিল ৩০৮। বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক ও উত্তরাখন্ড। কর্ণাটকে ৫২৪টি এবং উত্তরাখণ্ডে ৪৪২টি বাঘ আছে । প্রাথমিক হিসেবে পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বেড়ে হল ১০০।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 04:26:06
Privacy-Data & cookie usage: