পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আশঙ্কাকে সত্য প্রমাণিত করে পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করার লক্ষ্যে একটি বিল পেশ করা হল পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে। এদিকে এদিনই পুনরায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। এদিন বালুচিস্তানের কোয়েটায় ওই বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৮ জন। স্বাধীনতাপন্থী কোনও বালুচ জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি লুইসভিল শহরে একজন আততায়ীর নির্বিচারে গুলিবর্ষণে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আততায়ী নিজেও প্রাণ হারিয়েছে।
জাতীয়
দেশে রাজনৈতিক দলগুলোর স্বীকৃতি নিয়ে কিছু পরিবর্তন করল ভারতের নির্বাচন কমিশন। সাম্প্রতিক নির্বাচনগুলির পরিসংখ্যান বিশ্লেষণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় দলের সংখ্যা আট থেকে কমে হল ছয়। জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই) এবং মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)।দিল্লি ও পাঞ্জাব বিধানসভায় ক্ষমতাসীন অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ) এই প্রথমবারের জন্য পেল জাতীয় দলের মর্যাদা। প্রসঙ্গত, আইন অনুযায়ী দেশের জাতীয় দল হতে তিনটি শর্তের একটি পূরণ করতেই হয়। এক, লোকসভায় অন্তত চারটি রাজ্য থেকে ন্যূনতম ৬ শতাংশ ভোট পেতে হবে। দুই, লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসন (অর্থাৎ লোকসভার মোট আসনের ২ শতাংশ) জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত চারটি পুনরায় জিততে হবে। তিন, অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে হবে। ফলে বর্তমানে দেশে জাতীয় দলের স্বীকৃতি রয়েছে এমন দলগুলো হল বিজেপি, কংগ্রেস, সিপিএই(এম),বহুজন সমাজ পার্টি (বিএসপি), ন্যাশনালিস্ট পিপলস পার্টি(এনপিপি) এবং আম আদমি পার্টি (আপ)। ১৯৫২ সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম সাধারণ নির্বাচনে ১৬টি আসনে জিতে অন্যতম বিরোধী দল হয়েছিল অবিভক্ত কমিউনিস্ট পার্টি (সিপিআই)। ওই নির্বাচনের পর নির্বাচন কমিশনের কাছ থেকে জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিল ১৪টি দল। এদিনের পর সেই ১৪টি দলের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস বাদে বাকি ১৩টি দলই বাদ পড়ল। তৃণমূল কংগ্রেস জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিল ২০১৬ সালে।
অরুণাচল প্রদেশের চিন সীমান্তের কাছে ভারতের শেষ গ্রাম কিবিথু সফর করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে তিনি চিনকেই বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, চিন একতরফা ভাবে অরুণাচল প্রদেশের বেশ কিছু এলাকার নাম বদল করেছিল।
খেলা
সুপার কাপে দাপটে জয়ের মাধ্যমে প্রতিযোগিতা শুরু করল মোহনবাগান। সদয় সমাপ্ত আইএসএল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল তারা। এদিন গোকুলাম কেরালাকে তাদের ঘরের মাঠে ৫-১ গোলে হারাল মোহনবাগান। মোহনবাগানের হয়ে জোড়া গোল করলেন লিস্টন কোলাসো। ১টি করে গোল করেছেন হুগো বুমোস, মনবীর সিংহ ও কিয়ান নাসিরির।প্রসঙ্গত , ফেডারেশন কাপের পরিবর্তে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এএইএফএফ এর তরফে।
বিবিধ
গিনেস বুকে নাম তুলল একটি নম্বর প্লেট। দুবাইয়ে নিলামে তোলা হয়েছিল পি৭ নম্বর প্লেটটি। নিলামের প্রারম্ভিক দর ছিল ভারতীয় মুদ্রার হিসেবে ৩৩ কোটি টাকা। শেষপর্যন্ত নিলামে তার দর উঠল ১ কোটি ২২লক্ষ টাকারও বেশি। বিশ্বে এত দামি নম্বর আর নেই। একে বলা হচ্ছে মোস্ট নোবেল নম্বর।