কারেন্ট অ্যাফেয়ার্স ২১ আগস্ট ২০২১

789
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • উত্তর আফগানিস্তানে রান্না পছন্দ না হওয়ায় একজন মহিলাকে পুড়িয়ে হত্যা করল তালেবান জঙ্গিরা। হেরাত প্রদেশে  স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো স্তরে ছেলে ও মেয়েদের একসঙ্গে লেখাপড়া নিষিদ্ধ করল তারা। এদিকে পুল-ই হিসার, দে সালে ও কোয়াসান জেলা তালেবান জঙ্গীদের থেকে ছিনিয়ে নিল প্রতিরোধ বাহিনী। ন’জন তালিবানি জঙ্গি আত্মসমর্পণ করেছে তাদের কাছে। তারমধ্যে ছয়জনই পাকিস্তানি। অন্যদিকে রাজধানী কাবুলে কারফিউ জারি করল তালেবান। আফগানিস্তানে তালেবানের হাতে মেয়েদের লাঞ্ছনা নিয়ে সরব হলেন নাজেলা আয়ুধি। প্রাক্তন এই মহিলা বিচারক কাবুল থেকে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন।
জাতীয়
  • বায়ুসেনার বিশেষ বিমানে আফগানিস্তান থেকে দেশে ফিরল ৮৬ জন নাগরিক। এরপর দেড় শতাধিক ভারতীয়কে পথে আটকায় তালেবান জঙ্গিরা। তবে নথিপত্র তল্লাশির পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
  • উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল হলেন প্রয়াত হলেন । ৮৯ বছর বয়স হয়েছিল তার। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ২০২০ সালে বাবরি ধ্বংসের মামলা থেকে তাকে অব্যাহতি দেয় বিশেষ আদালত।
বিবিধ
  • অরুণাচল প্রদেশের সিয়াং নদীর কাছে নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। স্থানীয় নাম জুরি। বাস্কেট গোষ্ঠীর ব্যাঙটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে আমোলপ্স আদিকোলা।
  • বৃষ্টিতে জলমগ্ন দিল্লি। বৃষ্টির হারে এদিনের বৃষ্টিপাত ছিল ১৩ বছরে সর্বোচ্চ।
খেলা
  • এএফসি কাপ আন্তঃ জোনাল পর্যায়ে মালদ্বীপের দল নাদিয়াকে ৩-১ গোলে পরাস্ত করল মোহনবাগান। পরপর দুই ম্যাচে জয় পেল তারা। অন্য ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস এর সঙ্গে বেঙ্গালুরু এফসির খেলা গোলশূন্যভাবে শেষ হল।
  • কেনিয়ার রাজধানী নাইরোবির অনূর্ধ্ব কুড়ি বিশ্ব ১০০০০  মিটার হন্টন প্রতিযোগিতায় রুপোর পদক জিতলেন ভারতের অমিত ক্ষত্রী। ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ড সময় করেছেন তিনি। সোনাজয়ী কেনিয়ার হেরিস্টোন ওয়ানে ওনি ৪২ মিনিট ১০.৮৪  মিনিট সময় করেছেন।