কারেন্ট অ্যাফেয়ার্স ১১ এপ্রিল ২০২৩

379
0
daily current affairs

আন্তর্জাতিক
  • অ্যান্টার্কটিকার কিছু অংশ মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু বলে দাবি করেছেন লিডস বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় ও  অ্যালবামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলেতে যে বন্দুকবাজ গুলি চালিয়ে পাঁচ জনকে নিহত এবং আট জনকে আহত করেছিলেন তিনি পেশায় ব্যাঙ্ককর্মী। এই আততায়ীর নাম কনর স্টার্জন। তিনি লুইভিলের ওল্ড ন্যাশনাল ব্যাঙ্কের কর্মী। ঘটনার পরদিন আরও জানা গেছে যে, নিজের সহকর্মীদেরই গুলি চালিয়ে খুন করার পুরো ঘটনা স্টার্জন সমাজমাধ্যমে লাইভও করেন। পরে পুলিশের গুলিতে ওই ২৫ বছর বয়সি স্টার্জনের মৃত্যু হয়।
  • উচ্চশিক্ষার দরজা আগেই বন্ধ হয়েছিল, এবার আফগানিস্তানে নতুন এক তালিবানি ফতোয়ায় মহিলাদের রেস্তরাঁয় প্রবেশ নিষিদ্ধ করা হল। তালিবান সরকার অভিযোগ করেছে, অনেকেই হিজাব না পরে রাস্তায় বেরোচ্ছেন সেভাবেই রেস্তরাঁতেও মহিলারা অনেকে প্রবেশ করছেন হিজাব ছাড়া। সেই কারণে তালিবান সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে দাবি করা হয়েছে।
 জাতীয়
  • সংস্কৃত ভাষার নাট্যকার, কবি ও বিশিষ্ট পন্ডিত নিত্যানন্দ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষে স্পেশাল কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ।
  • ৪ দিনের ভারত সফরে এলেন ইউক্রেনের মন্ত্রী এমিন জাপারোভা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পরে এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী ভারত সফরে এলেন।তিনি হলেন ইউক্রেনের বিদেশ প্রতিমন্ত্রী এমিন জাপারোভা। এদিন নয়াদিল্লিতে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স’ (আইসিডব্লিউএ)-এর একটি আলোচনাচক্রে অংশ নিয়ে তিনি চিন – পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, ‘কঠিন প্রতিবেশীদের কী ভাবে সামলানো যায়, তা ক্রিমিয়ার পরিস্থিতি দেখে শিখতে পারে ভারত।’
খেলা
  • বিলি জিন কিং কাপ টেনিস প্রতিযোগিতার প্রথম পর্বের গেমে ভারত হারিয়ে দিল থাইল্যান্ডকে। প্রথম ম্যাচে হারলেও পরের দুটিতে জয়লাভ করে ভারত।
  • ইতালির ফুটবল ক্লাব এসি মিলান স্পোর্টস অ্যাকাডেমি গড়ল পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ায়। উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই কেন্দ্রটির উদ্বোধন করলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানী ডাঃ জিওভানি পেদাজিনি এবং তাঁর স্ত্রী মারিয়া লুইসা পেদাজিনি। দু’জনেই এসি মিলানের সদস্য। এক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেশাল ওলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিয়েছিল উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী জাহিরা ও ইত্তেশমা খাতুন। সেখানেই দুই কিশোরীকে দেখে ও তাদের লড়াইয়ের গল্প শুনে মুগ্ধ হন মারিয়া। তারপর তিনিই এই স্পোর্টস অ্যাকাডেমি গড়তে উদ্যোগী হন। বিশ্বজুড়ে খেলাধুলোর উন্নতিতে এসি মিলান পাঁচটি দেশে অ্যাকাডেমি করেছে, এটি তারমধ্যে অন্যতম।
 বিবিধ
  • গণিতে বিশেষ অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত গণিতবিদ তথা পরিসংখ্যান বিজ্ঞানী সি আর রাও-কে আন্তর্জাতিক পুরস্কার দিচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ১০২ বছর বয়সী এই গণিতবিদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ১৯৪৫ সালে তাঁর এই গবেষণা প্রকাশিত হয়েছিল ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটির বুলেটিনে। এই পুরস্কার গণিতের নোবেল হিসেবে বিবেচিত হয়। আর অর্থমূল্য ৮০০০০ ডলার।
  • অভিনেতা সলমন খানকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার হল মুম্বইয়ের এক কিশোর। ৩০ এপ্রিল প্রাণ যাবে অভিনেতার বলে হুমকি দেওয়া হয়ফোনে। মুম্বইয়ের পুলিশ  তদন্ত করে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েক ঘণ্টার মধ্যেই ধরে ফেলল অভিযুক্তকে।

 

১০ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন