আন্তর্জাতিক
- নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্বজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিল উত্তর কোরিয়া। এদিন যে আন্তর্দেশীয় ব্যালিস্টিক হোয়াসঙ ১৮ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে তা এযাবৎ কালের মধ্যে সবচেয়ে শক্তিশালী। উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে উৎক্ষেপণ পর্ব প্রত্যক্ষ করেন।
- গত এক মাস ধরে নতুন পেনশন নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে ফ্রান্সে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ গত ৩০ জানুয়ারি সেদেশের সংসদে নতুন পেনশন নীতি বিল পেশ করেন। সেখানে বলা হয়েছে অবসরের বয়স বেড়ে হবে ৬৪ বছর এবং ৪৩ বছর কাজ করলে তবে পেনশন মিলবে। এর প্রতিবাদে লাগাতার বিক্ষোভ হলেও তা উপেক্ষা করে এদিন ফ্রান্সের সর্বোচ্চ সাংবিধানিক কাউন্সিলও তা অনুমোদন করল। ফলে তা চালু হওয়ায় কোনও বাধা থাকল না।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জ্যাক টেক্সারিয়া নামে ২১ বছরের একজন কর্মীকে তার ম্যাসাচুসেটসের বাড়ি থেকে গ্রেপ্তার করল মার্কিন গোয়েন্দা বাহিনী এফবিআই। তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোপন ও সংবেদনশীল গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে বলে অভিযোগ। অন্য দেশের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হতে পারে এমন তথ্য ফাঁস হয়েছে “থাগ সেকার সেন্ট্রাল” নামের একটি গেমিং চ্যাট রুমে। নিজের প্রভাব দেখাতে ওই নথি তিনি ফাঁস করেছেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে দেশ বিরোধী কাজের অভিযোগ আনা হয়েছে।
জাতীয়
- সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিনে তাঁর একটি মূর্তির উদ্বোধন করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হুসেন সাগর হ্রদের তিরে অবস্থিত মূর্তিটি ১২৫ ফুট উঁচু। এটি তৈরি করা হয়েছে ব্রোঞ্জ ও ইস্পাত দিয়ে। ৯৮ বছর বয়সী ভাস্কর রাম ভানজি সুতার এই মূর্তির রূপকার।
- ভারতে এলেন এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সটি । তিনি অটো রিকসা চড়ে দিল্লির মার্কিন দূতাবাসে পৌঁছলেন।
- আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল সিবিআই।
- দিল্লিতে কড়া নিরাপত্তা যুক্ত তিহার কারাগারে খুন করা হল কুখ্যাত অপরাধী প্রিন্স তেওয়াতিয়াকে। তেওয়াতিয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। প্রিন্সের বিরুদ্ধেও অন্তত ১৬টি গুরুতর অপরাধের মামলা ছিল। এদিন তিহারের ৩ নম্বর কারাগারে দুই বন্দিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তখনই ছুরি মারা হয় প্রিন্সকে।
খেলা
- সুপার কাপ প্রতিযোগিতায় জামসেদপুর এফসি ৩-০ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে। বরিস সিং জোড়া গোল করলেন। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল মোহনবাগান।
বিবিধ
- জোড়া বিশ্বরেকর্ড তৈরি হল অসমে। একসঙ্গে ১১৩০০ জন নৃত্যশিল্পী বিহু নাচে অংশ নিলেন। অন্যদিকে একসঙ্গে ৩০০০জন ঢোল বাজিয়ে গেলেন। এই দুটি ক্ষেত্রেই বিশ্বরেকর্ড করল অসম। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। গুয়াহাটির সরুজাই স্টেডিয়ামে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। কথা থাকলেও অনুষ্ঠানে থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি এই লোকনৃত্য বিহু দর্শন করেন।