কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ এপ্রিল ২০২৩

315
0
daily current affairs
Courtesy: Goal.com

আন্তর্জাতিক
  • পুনরায় আক্রান্ত হলেন জাপানের প্রধানমন্ত্রী । এদিন জাপানের ওয়াকায়ামা বন্দর শহরে একটি ছোট সভায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা পৌঁছনোর পরই বিস্ফোরণ ঘটে। তবে কোনও ক্ষতি হয়নি কিশিদার।  প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি নির্বাচনী সভায় হত্যা করা হয়েছিল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই হত্যার চেষ্টা করা হল জাপানের বর্তমান প্রধানমন্ত্রীকে।
  • গৃহযুদ্ধ তীব্র চেহারা নিল সুদানে। আফ্রিকার এই দেশটিতে একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে সেনা বনাম আধাসেনা! ১৩ এপ্রিল থেকে রাজধানী খার্তুমসহ সুদানের বিভিন্ন শহরে শুরু হয়েছে এই ভয়াবহ গৃহযুদ্ধ।ঠিক চার বছর আগে ২০১৯ সালের এপ্রিল মাসেই সুদানে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি ওমর আল বশির। সেনা এবং কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় অন্তর্বর্তিকালীন সরকার।প্রধানমন্ত্রী হন আবদুল্লা হামদ। কিন্তু পরে সেনার সঙ্গে মতবিরোধ হয় তাঁর। ২০২১ সালের অক্টোবর মাসে সেই অন্তর্বর্তিকালীন সরকারকে উৎখাত করে সেনা। এরপর থেকে সেনা শাসন চলছে সুদানে। গত কয়েক দিন ধরেই সেখানে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’(আরএসএফ) । তাদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে সেনা। এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক সুদানে  বসবাসকারী ভারতীয় নাগরিকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে।

 

 জাতীয়
  • কেন্দ্রীয় পুলিশ বাহিনীর চাকরি পরীক্ষা হিন্দি, ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় নেওয়া হবে বলে জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ১৩টি আঞ্চলিক ভাষার মধ্যে বাংলাও রয়েছে। এতদিন ধরে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর চাকরি পরীক্ষা কেবল হিন্দি ও ইংরেজি ভাষাতেই নেওয়া হত।
  • ভারতে ১৩০০০ কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে আনার প্রক্রিয়া আপাতত বিশ বাঁও জলে। লাতিন আমেরিকার উত্তর প্রান্তের দ্বীপ রাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডার হাইকোর্ট জানালো, সেই দেশ থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না ওই হীরক ব্যবসায়ীকে।ভারতে পিএনবি কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত মেহুল ২০১৭ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব নেন। ২০১৮ সালে ইডি এবং সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে ইন্টারপোল মেহুলের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল।গত মাসে সেই রেড কর্নার নোটিসও খারিজ হয়ে গেছে।
  • উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের হেফাজতে থাকাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফ। আততায়ীরা ১৩ রাউন্ড গুলি চালায়। মাত্র একদিন আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আতিক আহমেদের পুত্র আসাদ। তাঁর শেষকৃত্যে যোগ দিতে কারাগার থেকে প্রয়াগরাজে যাচ্ছিলেন তিনি।
 খেলা
  • মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামীর নামে একটি গেটের উদ্বোধন করলেন সুনীল গাভাসকর।
  • পাকিস্তানের হয়ে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম এই টি-টোয়েন্টি ম্যাচে ৮৮ রানে জয়ী হল পাকিস্তান। এই ম্যাচে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড স্পর্শ করলেন বাবর। ধোনির নেতৃত্বে ভারত ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল। পাকিস্তানের অধিনায়ক হিসাবে বাবরও ৪১টি টি টোয়েন্টি ম্যাচে জয় পেলেন। দেশের হয়ে ১০০টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর, এর মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন ৬৭টি ম্যাচে।

 

 বিবিধ
  • ছারপোকার কামড়ে মানুষের মৃত্যু হতে পারে কি?তেমনই কান্ড ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগারে। বিশ্বের সবচেয়ে উন্নত পরিকাঠামো যেখানে রয়েছে বলে দাবি করা হয় সেখানকার আটলান্টায় এমন অভিযোগ করেছেন ৩৫ বছর বয়সী একজন বন্দির পরিবার। ওই কারাগারের বেহাল অবস্থার ছবিও প্রকাশ্যে এসেছে।
  • পড়ুয়াদের বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি করতে কলেজ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।