কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল ২০২৩

430
0
daily current affairs

আন্তর্জাতিক
  • সুদানে চার দিন ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে দুই শতাধিক মানুষের মৃত্যুর পর যুদ্ধ বিরতিতে সম্মত হল যুযুধান দুই পক্ষ। সেনা ও আধা সেনার এই লড়াই ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশটি জুড়েই। মানুষের ঘরে খাদ্য, পানীয় জলের অভাব । এসব কারণেই যুদ্ধ বিরতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিনও সুদানে সমানে শোনা গেছে গুলির ও বিস্ফোরণের শব্দ।
  • পাকিস্তানে বেশ কিছু চিনা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল। বিশেষত করাচি পুলিশ এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিয়েছে। একদিন আগেই খাইবার পাখতুনখোয়া এলাকার একজন চিনা নাগরিককে ধর্মদ্রোহ বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানে নিরাপত্তার অভাব রয়েছে বলে কিছুদিন আগেই ইসলামাবাদে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল চিন। তারা নিজেদের নাগরিকদের পাকিস্তানে সাবধানে থাকতে বলে সতর্ক করে দিয়েছে।
জাতীয়
  • বিহারের পূর্ব চম্পারণ জেলায় বিষমদ পান করে ২৭ জনের প্রাণহানি হয়েছে। বিহারে মদ নিষিদ্ধ, অথচ সেখানে বারবার ঘটছে অনুরূপ ঘটনা। এতদিন বিষমদ পান করে মৃত্যুর ঘটনায় কোনও ক্ষতিপূরণ দিত না বিহার সরকার। কিন্তু পূর্ব চম্পারণ জেলার ঘটনার পর অবস্থান বদলে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
  • সুপ্রিম কোর্টের পাঁচ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে সমলিঙ্গ বিবাহ মামলা শুরু হল । সমলিঙ্গ বিবাহকে আইন সম্মত করার দাবি জানিয়ে ২০টি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকার সমলিঙ্গ বিবাহকে আইন সম্মত করার বিরোধী বলে জানিয়েছে।
 খেলা
  • শাড়ি পরে ম্যানচেস্টার ম্যারাথনে ছুটলেন মধুস্মিতা জেনা। ওড়িশার বাসিন্দা তিনি, ম্যানচেস্টারের একটি স্কুলে পড়ান। শাড়িতে স্বচ্ছন্দ বলে  ৪২.৫ কিলোমিটার শাড়ি পরে দৌড়তে দ্বিধা করেননি তিনি। ইউরোপে এই প্রথম কেউ শাড়ি পরে ম্যারাথনে অংশ নিলেন।
  • সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ২২৮ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। দুই ইনিংসে দশ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার প্রভাত জয়সূর্য।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে এনএফএলের জনপ্রিয় খেলোয়াড় ক্রিস স্মিথ (৩১) প্রয়াত হলেন। মৃত্যুর কারণ জানা যায়নি।
 বিবিধ
  • ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৫ সালের মধ্যে ৩০০০ কোটি টাকার অঙ্ক ছোঁবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু সদ্য সমাপ্ত অর্থবর্ষেই তা ছাপিয়ে গিয়েছে। ভারত সফরে এসেছেন রাশিয়ার বাণিজ্যমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভ। এদিন তাঁর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখান থেকেই এই তথ্য জানানো হয়েছে।