কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ এপ্রিল ২০২৩

427
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বর্তমানে বিশ্বের জনবহুল দেশ ভারত। চিনকে ছাপিয়ে তারা শীর্ষে উঠে এল। এই তথ্য রাষ্ট্রসঙ্ঘের। ১৯৫০ সাল থেকে বিশ্বের জনসংখ্যার পরিসংখ্যান প্রকাশ করে আসছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। তাদের তালিকায় বরাবরই চিন ছিল এক নম্বরে। ১৯৮০ সাল থেকে ৩৫ বছর ধরে চিন যে ‘এক সন্তান নীতি’ নিয়েছিল তার ফলেই তাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। এদিন তাদের যে তথ্য প্রকাশিত হয়েছে তা বলছে, এখন চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ। আর ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। গোটা বিশ্বের জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লক্ষ । মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৪ কোটি।
  • ইউক্রেনের মাটিতে রাশিয়ার অধিকৃত এলাকায় পুনরায় সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব ইউক্রেনের বাখমুটে তিনি ভ্রমণ করে রুশ সেনাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।
  • মেয়েদের কাজে যেতে বাধা দিচ্ছে তালিবান সরকার। এর জেরে আফগানিস্তান থেকে সব ধরনের মানবাধিকার সংক্রান্ত সংগঠন সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ।
জাতীয়
  • ভারতের বিরুদ্ধে গুরুতর চরবৃত্তির অভিযোগ আনল কাতার। তারা ইতালির থেকে গোপনে একটি উচ্চ ক্ষমতার ডুবোজাহাজ কেনার পরিকল্পনা করেছিল। কিন্তু ভারতের আট জন প্রাক্তন অফিসারের সৌজন্যে সেই খবর ইজরায়েলের কাছে চলে গেছে বলে তাদের দাবি।
  • ‘জাতীয় কোয়ান্টাম মিশন’ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ৬০০৩ কোটি টাকার এই প্রকল্পে ৫ বছরে ১০০ কিউবিটের কোয়ান্টাম কম্পিউটার গড়ে তোলা হবে।
  • বিদেশি অনুদান আইন লঙ্ঘন করার অভিযোগে অক্সফ্যাম ইন্ডিয়া সংস্থার বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। কয়েক দিন আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। এদিন তারা চেলসিকে ২-০ গোলে হারিয়ে দিল। কোয়ার্টার ফাইনালের দুই পর্ব মিলে তারা জয়ী হল ৪-০ গোলে। অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল এসি মিলান। কোয়ার্টার ফাইনালের দুই পর্বে তারা পরাস্ত করেছে নাপোলিকে।

 

বিবিধ
  • রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ল বিদ্যুতের চাহিদা। ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৯০২৪ মেগাওয়াট। এছাড়াও সিইএসসি সংযোগ যেখানে সেখানে বিদ্যুতের চাহিদা ছিল ২৫২৪ মেগাওয়াট। সিইএসসি এলাকায়ও চাহিদার দিক থেকে এটি সর্বকালীন রেকর্ড।

১৮ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন